Unique Clock: দাঁড়াও পথিক চেয়ে দেখো উল্টো ঘুরছে ঘড়ি, সময় একদম ঠিক!

ঘড়ি আমাদের জীবনের অতি মূল্যবান একটি জিনিস। যার হিসেবে আমরা সময়ের মূল্যবোধ সম্পর্কে বুঝি। দিনের প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারি। আমরা সাধারণত ঘড়ি…

short-samachar

ঘড়ি আমাদের জীবনের অতি মূল্যবান একটি জিনিস। যার হিসেবে আমরা সময়ের মূল্যবোধ সম্পর্কে বুঝি। দিনের প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারি। আমরা সাধারণত ঘড়ি ডান দিক থেকে বাম দিকে ঘুরতে দেখি। তবে সে ঘড়ি যদি উল্টো দিকে ঘোরে! এমনই এক মজাদার অদ্ভুত ঘড়ি (unique clock) আছে বাংলাদেশের একটি সিনেমা হলে। এখানে ঘড়ি ডান দিক থেকে বাম দিকে নয়, বরং বাম দিক থেকে ডান দিকে ঘুরছে।

   

আপনি ঘড়িটি প্রথমে দেখলে স্বাভাবিক ভাববেন। তবে সময় দেখতে গেলে হবেন বিব্রত। ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘণ্টার কাটা ঘুরছে বাম দিকে সময় নির্ধারক সংখ্যা গুলো সাজানো উল্টো দিকে। এই বিরল ঘড়িটি টাঙানো রয়েছে যশোরের মনিহর সিনেমা হলের তৃতীয় তলায়।

২০২১ সালের জুন মাসে এই ঘড়িটি তৈরি করা হয়। এর আগে কোথাও এই ঘড়ি ব্যবহারের কথা জানা যায়নি। এই ঘড়ি আবিষ্কারক তথা চিফ অপারেটর শফিউজ্জামান জানিয়েছেন, ” আমার সব নতুন নতুন জিনিস তৈরি করা তাই আমি প্রথমে ব্যাটারি উল্টো লাগিয়ে দেখি ঘড়িটি চলে কিনা। প্রথমে ঘড়িটি বেজে বেজে যায় ঠিক হয়নি। ফের আমি উল্টে কানেকশন করে, মডিফাই করি। স্টিকার লাগিয়ে নম্বর গুলো উল্টো লাগিয়ে দিই”।

প্রত্যেকদিন বহু মানুষ এই সিনেমা হলে আসেন। এবং এই বিরল ঘড়ি তাদের দৃষ্টি আকর্ষণ করে। দেওয়ালের উপরে লাল রঙের টাঙানো ঘড়িটি মানুষকে বাধ্য করে দাঁড়িয়ে তাকে দেখতে। বহু মানুষ এসে ঘড়িটির ছবিও তুলে নিয়ে যায়। এই উল্টো পথে চলা ঘড়ি দেখে অনেকেই অবাক হন।