HomeOffbeat Newsপর্নোগ্রাফি নির্মাণের অভিযোগে পুলিশ জালে শিল্পা-স্বামী রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি নির্মাণের অভিযোগে পুলিশ জালে শিল্পা-স্বামী রাজ কুন্দ্রা

- Advertisement -

নিউজ ডেস্ক: ধৃত শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা।পর্নোগ্রাফি ছবি বানিয়ে তা বিভিন্ন অ্যাপে প্রকাশিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজকে।সোমবার রাতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে।

এই মামলায় ইতিমধ্যে পুলিশ ন’জনকে গ্রেফতার করেছে।গত ফেব্রুয়ারি মাসে পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে।এই ঘটনায় রাজ মুল ষডযন্ত্রকারী বলে অনুমান পুলিশের।

   

মুম্বই পুলিশ বিবৃতিতে দিয়ে বলেছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular