ঊর্ধ্বমুখী জ্বালানীর দাম, গাধার গাড়িতে চেপে অফিস যাওয়ার নিদান ব্যক্তির

ভারতের মতো পাকিস্তানেও হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানুষ সমস্যায় পড়েছেন। এমন পরিস্থিতিতে এর মোকাবিলা করতে গিয়ে পাকিস্তানের (Pakistan) এক ব্যক্তি এমন কৌশল তৈরি করলেন যে, মানুষ অবাক হয়ে গেল।

আসলে গাড়ি-বাইক ছেড়ে গাধার গাড়িতে যাতায়াত করার কথা বলেছেন এই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই পাকিস্তানি ব্যক্তির পোস্ট। যে ব্যক্তি গাধার গাড়ি চালানোর দাবি করছেন, তিনি আর কেউ নন, তিনি পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির কর্মী। দেশে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে শোরগোলের মধ্যেই এই কর্মী দাবি করেছেন, তিনি এখন গাধা গাড়িতে যাতায়াত করবেন এবং মানুষের সামনে এক নতুন দৃষ্টান্ত তুলে ধরবেন।

   

শুধু তাই নয়, বেসরকারি গাড়ির বদলে গাধার গাড়িতে চেপে তাঁকে অফিসে আসতে দেওয়ার দাবি জানিয়ে বিমান দফতরের প্রধানকে চিঠি লিখেছেন ওই সরকারি কর্মী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন