HomeOffbeat NewsOffbeat Travel Destinations: কলকাতার কাছাকাছি অফবিট উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

Offbeat Travel Destinations: কলকাতার কাছাকাছি অফবিট উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

- Advertisement -

কলকাতার শহুরে জীবনের বেড়াজালে হাঁপিয়ে ওঠার পর, জীবনে প্রয়োজন একটু শান্ত হয়ে ছুটি কাটানোর। কখনও একলা কখনও আবার ভালবাসার মানুষটির সঙ্গে বা পুরো পরিবারকে সঙ্গে নিয়ে যদি কোথাও কিছুদিন শান্তিতে কাটিয়ে আসা যায়। তাই চলুন দেখে নিই এমন কিছু ডেস্টিনেশন (Offbeat Travel Destinations), যা কলকাতা থেকে ৫০, ১০০ বা ২০০ কিলোমিটারের মধ্যেই। কয়েক ঘণ্টার দূরত্বের এই জায়গাগুলোতে ইচ্ছে করলেই শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে, এক রাত কাটিয়ে আবার রবিবার রাতে বাড়িতে ফিরে আসতে পারবেন।

অসুন দেখে নিই আসছে উইকেন্ডে কোথায় কোথায় যাওয়া যেতে পারে।

   

মৌসুনি আইল্যান্ড, নামখানা

দীঘা মন্দারমনির ভিড় এড়িয়ে যদি দু’দণ্ড শান্তির খোঁজ পেতে চান, তাও আবার সমুদ্রের সান্নিধ্যে, তাহলে এন.এইচ ১১৭ ধরে চলে আসুন নামখানার মৌসুনি দ্বীপে। ঝলমলে রৌদ্রোজ্জ্বল এই সমুদ্রতটে পাবেন নিরিবিলি শান্ত পরিবেশ। খুব বেশি জনপ্রিয় না হওয়ায়, জায়গাটি এখনও মাত্রাতিরিক্তভাবে কমার্সিয়ালাইজড হয়ে যায়নি, ধরে রেখেছে নিজের প্রাকৃতিক সারল্য এবং সৌন্দর্য্যকে।

চুপির চর, পূর্বস্থলী

পূর্বস্থলীর চুপির চর বা স্থানীয়রা যে জায়গাটিকে খাড়ি গঙ্গা বলে থাকেন, তা বিগত কিছু বছরে বার্ড ওয়াচারস বা যারা পাখি দেখতে যান, তাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। স্থানীয় চরে, পাট ক্ষেতে, আম বাগানে বিভিন্ন রকম পাখি, যেমন হিরণ, আইবিস, মুরহেন, মাছরাঙা প্রায়শই দেখা যায়। স্থানীয় কটেজে থাকার সুব্যবস্থা আছে।

হংসেশ্বরী মন্দির

হুগলির বাঁশবেড়িয়ায় অবস্থিত, প্রায় ২০০ বছরেরও আগে প্রতিষ্ঠিত হংসেশ্বরী মন্দির কলকাতার খুবই কাছে, কিন্তু এখনও অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। রাজা নৃসিংহ দেব রায়ের তত্ত্বাবধানে সৃষ্ট এই মন্দিরে মা কালীর আধারে পুজো হয় হংসেশ্বরী দেবীর। মন্দিরের গঠনশৈলীতে আছে তান্ত্রিক সৎচক্রভেদের প্রভাব। মূল মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। বহু দর্শনার্থী মন্দির দর্শনের পাশাপাশি স্থানীয় গ্রাম ত্রিবেণী বা আদিসপ্তগ্রামে পিকনিকের আয়োজনও করে থাকেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular