বর্তমানে কর্পোরেট যুগে সারাদিনের কাজের ফাঁকে বিনোদনের অন্যতম মাধ্যম হলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সারাদিনের কাজের চাপ থেকে একটু মুক্তি মিললেই বেশিরভাগ মানুষ সমাজ মাধ্যমের পাতায় নজর রাখেন কারণ বর্তমানে প্রযুক্তির যুগে বিশেষ যে কোন প্রান্তের খুঁটিনাটি ঘটনা খুব অল্প সময়ের মধ্যে সমাজের মাধ্যমে সামনে উঠে আসে।
যার ফলে আমরা বিশ্বের প্রায় সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারি। অন্যদিকে মানসিক চাপ থেকেও মুক্তি মেলে সমাজবান্তের পাতায় কারণ তার মধ্যে রয়েছে বিভিন্ন মজাদার ঘটনা অন্য দিকে রয়েছে শিক্ষণীয় ঘটনা যা প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ঘটনার সাথে পরিচয় করিয়ে দেয়।
আমার বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে রাতারাতি অনেকেই ভাইরাল হয়ে ওঠেন আর সমাজ মাধ্যম বললে সাধারণ মানুষ সবার প্রথম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত। যার মধ্যে অবশ্যই রয়েছে পশু পাখির ভিডিও। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পশু পাখি খুবই ভালোবাসেন শুধু তাই নয় অনেকেই আছেন যারা বাড়িতে সারমেয় কিংবা বিভিন্ন ধরনের পাখি পোষেন। আর ঠিক একইভাবে সমাজ মাধ্যমে কুকুরের ভিডিও সাধারণ মানুষের কাছে অনেক বেশি পছন্দের।
View this post on Instagram
সম্প্রতি ঠিক সেরকমই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। alaskanmalamute.fan নামের এক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট হাস্কি তারের বেড়া জলের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এবং তার কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। এই প্রজাতির কুকুর দেখতে অনেকটা জার্মান শেফার্ডের মতো, আর গায়ে তুলোর মতো লোম। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় কয়েক হাজার দর্শকের নজরে এসেছে।