১২ লক্ষ টাকার বিনিময়ে মানুষ হল ‘কুকুর’

মানুষের বিভিন্ন রকম শখের কথা আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু একজন ব্যক্তির এমন একটি শখও থাকতে পারে আর সেটা চরিতার্থ করতে লাখ লাখ টাকা অবধি…

মানুষের বিভিন্ন রকম শখের কথা আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু একজন ব্যক্তির এমন একটি শখও থাকতে পারে আর সেটা চরিতার্থ করতে লাখ লাখ টাকা অবধি খরচা করে ফেলতে পারেন সেটা হয়তো আমাদের ধারণার বাইরে। ১২ লক্ষ টাকার বিনিময়ে মানুষ থেকে ‘কুকুর’ হল ব্যক্তি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisements

একজন লোক কুকুরের পোশাক তৈরি করতে ১২ লক্ষ টাকা খরচ করেছিল যাতে তাকেও চার পায়ের প্রাণীর মতো দেখতে লাগে। ওই ব্যক্তি জানিয়েছেন যে এই বিশেষ পোশাকটি তৈরি করে তাঁর জীবন সার্থক হয়ে গেছে। ওই ব্যক্তির নাম টোকো-সান। তিনি জাপান থেকে এসেছেন। তিনি কোলি জাতের একটি কুকুরের পোশাক ডিজাইন করার জন্য জেপেট নামে একটি সংস্থাকে বরাত দিয়েছিলেন। এই কোম্পানি এই বিশেষ পোশাকটি তৈরি করতে ৪০ দিন সময় নিয়েছিল।

বিজ্ঞাপন

নিজের পোশাকের ছবি পোস্ট করে টোকো-সান বলেন, আমি এই কলি তৈরি করেছি কারণ আমি যখন এটি পরি তখন এটি সত্যিকারের দেখায়। আমি ভেবেছিলাম আমার আকারের চারপাশের বড় প্রাণীটি নিখুঁত হবে ।