HomeBharatTrain Accident: বুকের উপর দিয়ে ট্রেন চলে গেলেও প্রাণে বেঁচে গেলেন

Train Accident: বুকের উপর দিয়ে ট্রেন চলে গেলেও প্রাণে বেঁচে গেলেন

- Advertisement -

বিশ্বাস না হলেও ঘটনাটি সত্য।ঘটনাটি ঘটে বিহারের ভাগলপুরের কাহালগাঁও স্টেশনে।শর্টকার্টে লাইন পার হতে গিয়ে পৈতৃক প্রাণটাই খোয়াচ্ছিলেন বিহারের বাসিন্দা এক ব্যক্তি। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের তলা দিয়ে লাইন পার হতে চেয়েছিলেন তিনি। কিন্তু ট্রেন ছেড়ে দেয় আচমকাই। ওই ব্যক্তির উপর দিয়েই চলে যায় ট্রেনটি। যদিও বেঁচে যান তিনি।কিছুটা উপস্থিত বুদ্ধি, বাকিটা ভাগ্যের জোর বলা যেতে পারে।

এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের দাবি, কাহালগাঁও স্টেশনে ওই ট্রেনটি আগে থেকে দাঁড়িয়ে ছিল। সেই সময় ওই ব্যক্তি ট্রেন দেখেও ওভারব্রিজের বদলে ট্রেনের তলা দিয়েই লাইন পার হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে বুকে ভর দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আচমকা ট্রেন ছেড়ে দেয়। ফলে ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়েন ব্যক্তি।

   

উপস্থিত বুদ্ধির ফলে ট্রেনটি চলে যাওয়া অবধি ভদ্রলোক উপুড় হয়ে শুয়ে থাকেন। ওভাবেই শুয়ে থাকেন মাঝ বয়সি ভদ্রলোক। চলে যাওয়ার পর হাসি মুখে উঠে দাঁড়ান। কার্যত উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যান বিহারের বাসিন্দা ওই ব্যক্তি। নিজে বেঁচে গেলেও তাঁর ভিডিও দেখে আঁতকে উঠছে নেটিজেনরা। বুক কেঁপে উঠেছে সকলের। পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে সকলেই। কারণ ট্রেন চলাকালীন মাথা তুললেই অবধারিত মৃত্যু ছিল বলেই আশংকা করেছেন সাধারণ মানুষ।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular