Wednesday, November 26, 2025
HomeOffbeat Newsপুরুষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে! ওয়াই ক্রোমোজোম কমছে আশঙ্কাজনকভাবে

পুরুষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে! ওয়াই ক্রোমোজোম কমছে আশঙ্কাজনকভাবে

পুরুষ জাতিই নাকি বিলুপ্ত হয়ে যেতে পারে পৃথিবী থেকে! এমনটাই বলছে ‘প্রসিডিংস অফ দ‌্য ন‌্যাশনাল অ‌্যাকাডেমি অফ সায়েন্সে’-এর একটি রিপোর্ট। বিজ্ঞানীদের মতে, একটি নতুন গবেষণায় দেখা গেছে এই বিলুপ্তির আভাস। না, পুরুষদের উপর কোনও বিপর্যয় নেমে আসার কারণে এমনটা ঘটবে না, এর পিছনে দায়ী ক্রোমোজোমের পরিবর্তন। মানুষের কোষের মধ্যে এক্স ও ওয়াই দুই ধরনের ক্রোমোজম থাকে। এক্স ক্রোমোজম দিয়ে নারীদের লিঙ্গ নির্ধারণ হয় এবং ওয়াই ক্রোমোজম দিয়ে পুরুষ লিঙ্গ নির্ধারিত হয়। সেই ওয়াই ক্রোমোজম ক্রমেই হ্রাস পাচ্ছে। 

Advertisements

আবাসিক এলাকা থেকে প্রবল বৃষ্টির মধ্যে ৩ দিনে উদ্ধার ২৪ টি কুমির!

   

এখন এই এক্স ক্রোমোজামে অন্তত ৯০০টি জিন থাকে, যা নারী যৌন পরিচয় নির্মাণে কাজ করে। অন‌্যদিকে, ওয়াই ক্রোমোজোমে থাকে মাত্র ৫৫টি জিন, যা এমব্রায়ো তথা ভ্রূণে পুরুষ বৈশিষ্ট‌্য ফুটিয়ে তোলে। মেলবোর্নের বিশ্ববিদ্যালয়ের জিন গবেষক জেনিফার গ্রেভস বলেন, “গত প্রায় ১৬৬ মিলিয়ন বছর ধরে মানুষ এবং প্লাটিপাস, উভয় ক্ষেত্রেই ওয়াই ক্রোমোজোমে ৫৫ থেকে ৯০০ সক্রিয় জিন হারিয়েছে।

গরু-মোষ নাকি ছাগল, পুষ্টিতে ভরপুর কোন দুধ? শিশুদের জন্যই বা কোনটা সেরা?

Advertisements

এই ক্ষতির পরিমাণ সংখ‌্যার হিসাবে প্রতি ১ মিলিয়ন বা ১০ লক্ষ বছরে বছরে প্রায় পাঁচটি। ফলে, এই হারে জিন হারানো চলতে থাকলে, আগামী ১১ মিলিয়ন বছরে শেষ ৫৫টি জিনও হারিয়ে যাবে।” মানুষের ক্ষেত্রেও এমন কিছু ঘটে গেলে ভাল, নইলে ভবিষ্যতের দুনিয়া শাসন করবে প্রমীলা বাহিনীই।

ফোন ধরলেই বলেন ‘হ্যালো’, জানেন কেন? ইতিহাস জানলে চমকাবেন

আবার জিন বিবর্তনের মাধ্যমে তৈরি হতে পারে নতুন কোনও লিঙ্গও। তবে এমনটা হতে ঢের দেরি আছে। ১১ মিলিয়ন বছর মানে এক কোটি বছরেরও বেশি সময় পরে এমনটা হতে পারে। এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments