Tuesday, October 14, 2025
HomeOffbeat Newsআর্জেন্তিনাকে সেমিফাইনালে তোলার প্রতিদানে গুঁতো খেলেন মেসি

আর্জেন্তিনাকে সেমিফাইনালে তোলার প্রতিদানে গুঁতো খেলেন মেসি

রিও ডি জেনেইরো: দেশকে প্রথম আন্তর্জাতিক ট্রফি দেওয়ার লক্ষ্যে আরও একধাপ এগোলেন লিওনেল মেসি৷ ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অপ্রতিরোধ্য ফর্মে ছিলেন ‘ফুটবলের রাজপুত্র’। ফ্রি-কিক থেকে দুরন্ত গোলের পাশাপাশি দলের অপর দু’টি গোলেও অবদান ছিল মেসির৷ অধিনায়কের দুরন্ত পারফরম্যান্সে ইকুয়েডরকে ৩-০ হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্তিনা৷ কিন্তু দলকে শেষ চারে তোলার প্রতিদান স্বরূপ সজোরে গুঁতো খেললেন মেসি৷

Advertisements

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে অন্যদের থেকে এগিয়ে রয়েছেন মেসি। ফলে আর্জেন্তাইন অধিনায়কের সামনে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং সেরা ফুটবলারের স্বীকৃতির হাতছানি। এবারের কোপায় পাঁচ ম্যাচে চারবার ম্যাচ সেরার ট্রফি উঠেছে তাঁর হাতে। ৪টি গোল করা ও অ্যাসিস্ট করে দু’টিতেই তিনি শীর্ষে। তবে ব্যক্তিগত সাফল্যের স্রোতে একটুও গা-ভাসাতে চান না মেসি। আর্জেন্তাইন অধিনায়কের লক্ষ্য একটাই, দেশকে ট্রফি দেওয়া। সেই লক্ষ্য পূরণের পথে মেসির পায়ের জাদুতে আরও এক ধাপ এগিয়েছে আর্জেন্তিনা৷

Advertisements

প্রথমার্ধে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি মেসি৷ বল মারেন পোস্টে। কিন্তু সময় যতই গড়িয়েছে, ততই জ্বলে উঠেছেন তিনি৷ রদ্রিগো দি পল এবং লাউতারো মার্তিনেসর দু’জনের গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে সমর্থকদের মন কেড়েছেন মেসি৷

আর্জেন্তিনার সিনিয়র দলের জার্সি গায়ে নিজের প্রখম খেতাব জয়ে মরিয়া ‘এলএম ১০’। স্বাভাবিকভাবেই তাঁর পারফরম্যান্সে সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং সমর্থক সকলেই আপ্লুত অধিনায়কের পারফরম্যান্সে। তবে এই আনন্দের বহিঃপ্রকাশেই বিপত্তি। ইকুয়েডরের বিরুদ্ধে মেসির পারফরম্যান্সে আপ্লুত আর্জেন্তিনা দলের সাপোর্ট স্টাফ তথা কিট ম্যানেজার মারিও ডি’স্টেফানো৷ খেলা শেষ হওয়ার পর রিজার্ভ বেঞ্চের কাছে উচ্ছ্বাস করছিলেন মেসি, তখনই দ্রুত দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ডি’স্টেফানো। লিও-কে জড়িয়ে ধরতে গিয়েই সজোরে তাঁর চোখের ঠিক ওপরে গুঁতো মারেন তিনি। ব্যাথা জায়গায় হাত বোলাতে দেখা যায় মেসিকে। সঙ্গে সঙ্গে মেসির ব্যাথ্যা জায়গায় হাত বুলিয়ে দেন ডি’স্টেফানো৷

কোপা আমেরিকার অফিসিয়াল টুইটার পেজে এই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়৷ যাতে লেখা হয়, ‘ভালোবাসা যা আঘাত দেয়। কিন্তু ১০ নম্বরকে নিয়ে আরও সতর্ক থাকতে হবে’। আগামী বুধবার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ফুটবলের রাজপুত্রের পায়ে ফের একবার ‘জাদু’ দেখার জন্য মুখিয়ে থাকবেন মেসি ভক্তরা৷

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments