বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তোতাপাখি ‘কাকাপো।’ ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে এই Kakapo পাখি। এই পাখির অন্যতম একটি বৈশিষ্ট হল ডানা থাকলেও পাখিগুলো উড়তে পারেনা। মূলত ওরা অত্যন্ত ওজনে ভারী ও শক্তিশালী হয়। এই কারণেই তারা উড়তে গিয়ে ডানার ভারসাম্য রক্ষা করতে পারেনা। তবে কাকাপো তোতারা যখন উড়তে পারেনা তখন তারা একটি বিশেষ কৌশল ব্যবহার করে। তোতাপাখি ‘কাকাপো’-দের পা ছোট এবং অত্যন্ত মজবুত হয়। তাই তারা ওড়ার পরিবর্তে লাফ দিতে বেশি বিশ্বাস করে।
লাফিয়ে গাছে উঠে ফল খায় কাকাপো। লাফিয়ে উপর-নীচ করার সময় তাদের ডানাগুলো প্যারাস্যুট অবতরনের মতো কাজ করে এবং ভারী শরীরকে আঘাত থেকে রক্ষা করে। এদিকে উড়তে না পারার কারণে পাখিগুলো খুব সহজে শিকারী পাখি এবং জীব-জন্তুর আক্রমণের শিকার হয়। তবে নিজেদের রক্ষা করতে এই তোতাপাখি একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করে। তা হল পাখিটি যখন কোন বিপদের সম্মুখীন হয় তখন তোতাপাখিটি একদম স্থির হয়ে স্ট্যাচুর আকার ধারণ করে। পাখিগুলোর রঙ একদম সবুজ লতাপাতা বর্ণের ফলে খুব সহজেই এরা প্রকৃতির সাথে মিশে যেতে পারে। কোন শিকারী মানুষের সামনে এরা চলে আসে তবে এই পদ্ধতির পাখিগুলোকে শিকার করার জন্য অত্যন্ত সহজ হয়ে পড়ে।
পুরুষ কাকাপো স্ত্রী কাকাপো পাখিকে আকৃষ্ট করার জন্য অনেক জোরে জোরে আওয়াজ করে। স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখির আকার বড়। কাকাপোর আরেকটি বৈশিষ্ট হল তারা দিনের বেলায় অলস কিন্তু রাতের বেলায় সক্রিয় হয়। এদের ঘ্রাণশক্তি প্রবল এবং তারা তাদের দলের হারানো সঙ্গীকে খুঁজে পায় শুধুমাত্র তাদের গন্ধের মাধ্যমে।
জানলে অবাক হবেন যে কাকাপো তোতাপাখির ওজন ৪ কিলোগ্রাম পর্যন্ত হয়। এরা দু-ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কাকাপো তোতাপাখি মানুষের মতোই ৯০ থেকে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবীতে পাখি প্রজাতির মধ্যে কাকাপো তোতাপাখির জীবনের আয়ু সবচেয়ে বেশি হয়। এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের একটি দ্বীপে বেশি দেখা যায় এই কাকাপো তোতাপাখিদের। এই দেশটি ছাড়া পৃথিবীর অন্য কোন জায়গায় কাকাপো তোতাপাখি দেখা যায়না।
কিন্তু দুঃখজনক ব্যাপার হল পাখিগুলো বর্তমানে খুবই সীমিত পর্যায় রয়েছে। ৯০ এর দশকে এই পাখির সংখ্যা ছিল মাত্র ৫০ টি। পরবর্তীকালে নিয়জিল্যান্ডের সরকার পাখিটির সংরক্ষণের উপর জোর দেয়। এরপর পাখিটিকে নিউজিল্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণসহকারে পর্যবেক্ষণে রাখা হয়। বিভিন্ন সময়ে পাখিগুলো চর্মরোগে আক্রান্ত হয়ে পড়ে তখন এদের পশু চিকিৎসালয়ে চিকিৎসা করা হয়। বর্তমানে এই কাকাপো পাখিগুলির সংখ্যা ২১৩।
২০২০ সালে কাকাপো পাখিকে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তালিকায় প্রথম স্থান দেওয়া হয়েছে। এর পূর্বেও ২০০৮ সালে পাখিটিকে এই খেতাব দেওয়া হয়েছিল।