HomeOffbeat NewsOldest man:দীর্ঘ জীবনের রহস্য উদ্ঘাটন করলেন পৃথিবীর প্রবীণতম মানুষ ব্রাইটন

Oldest man:দীর্ঘ জীবনের রহস্য উদ্ঘাটন করলেন পৃথিবীর প্রবীণতম মানুষ ব্রাইটন

- Advertisement -

মানুষের গড় আয়ু বেড়ে চলেছে। জাপান, ইংল্যান্ড সহ পৃথিবীর একাধিক দেশে মানুষের আয়ু বাড়ছে। এই মুহূর্তে পৃথিবীর দীর্ঘ জীবনের মানুষটি হলেন উত্তর ইংল্যান্ডের বাসিন্দা ব্রাইটন জন টিনিসউড। ভেনেজুয়েলার জুয়ান ভিসেনটে পেরেজ মোরা কদিন আগে পর্যন্ত ছিলেন বিশ্বের বয়স্কতম ব্যক্তি (Oldest Man)। কিন্তু ১১৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে এই সপ্তাহেই। তার পর থেকে এই তকমার অধিকারী ব্রাইটন। কিন্তু কীভাবে সম্ভব এমন দীর্ঘায়ু পাওয়া? মোক্ষম জবাব দিয়েছেন ওই বৃদ্ধ। তিনি অনেকটাই ‘যা পাই তাই খাই’ থিওরিতে বিশ্বাস করেন। ঠিকঠাক ক্যালোরি মেপে তিনি খান না।

কিন্তু তাঁর এই দীর্ঘায়ুর পিছনে রহস্য কি? ১১১ বছর ২২২ দিনের ব্রাইটনের জন্ম ১৯১২ সালে মার্সিসাইডে। তিনি তাঁর এই দীর্ঘায়ু জীবনের কথা বলতে গিয়ে জানাচ্ছেন, ”হয় আপনি বেশিদিন বাঁচবেন, অথবা বাঁচবেন না। এর বেশি কিছু আপনার হাতে নেই।” কিন্তু তাঁর খাবারে কি কোনও বিশেষ পদ থাকে? বৃদ্ধ জানাচ্ছেন, প্রতি শুক্রবার তিনি মাছ ও চিপস খান বটে। তবে আলাদা করে কোনও ‘অমৃতে’র সন্ধান তিনি পাননি। যেমন পান, তেমনই খান।

   

চারপাশে বদলে যেতে থাকা পৃথিবীকে নিয়েও বক্তব্য রেখেছেন ব্রাইটন। প্রসঙ্গত, বিশ্বের সর্বকালের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের জিরোমেন কিমুরা। তিনি ১১৬ বছর ৫৪ দিন বেঁচেছিলেন। মহিলাদের মধ্যে রেকর্ড স্পেনের মারিয়া মোরেরা। তাঁর বয়স ছিল ১১৭ বছর। কিন্তু এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রাইটন। তাঁর আরো দীর্ঘায়ু আমরা কামনা করি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular