Advertisements

BIHAR: বাজারে বিক্রি হচ্ছে বর! দরদাম করে কিনছেন পাত্রীরা

বাজার থেকেই মিলবে মনের মত বর। কথাটা শুনতে একটু অবাক লাগলেও এটাই বাস্তব। আর বর বিক্রির বাজার বসে বিহারের মধুবনী জেলায়। বছরের একটি নির্দিষ্ট সময়ে জেলার একটি বাগানে বসে এই বাজার। একটানা নয় দিন ধরে চলে এই বাজার।যদি কোনও মহিলা ওই বাজারে এসে পুরুষকে পছন্দ করেন এবং বিয়েতে সম্মতি দেন, তখন তার পরিবারের লোকেরা ওই পুরুষকে কিনে নেন টাকার বিনিময়ে।এরপর বরের পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে কথা শুরু করেন। এই প্রথা চলে আসছে প্রায় ৭০০ বছর ধরে।স্থানীয়রা এটিকে ‘সৌরথ সভা’ বলে থাকেন।

Advertisements

নেটিজেনরাও অবাক এমন এক বাজারের কথা জানতে পেরে। জানা গেছে, বিহারের মধুবনী জেলা থেকে মৈথিলী ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষরা বর সেজে এসে ওই বাজারে লাইন দিয়ে দাঁড়ান। কারও পরনে থাকে ঐতিহ্যবাহী পোশাক, কারও আবার শার্ট-প্যান্ট। বরের দাম নির্ধারিত হয় তার শিক্ষাগত যোগ্যতা ও পরিবারিক পরিচয়ের উপরে।তবে বর-কনের সাতজন্মের মধ্যে রক্তের সম্পর্ক থাকলে সেই বিয়ে ভেঙে যায়।

মহিলাদের নিয়ে তাদের পরিবারের সদস্যরা আসেন সেই বাজারে পছন্দের বর বেছে নিতে। জানা যায়, এমন অদ্ভুত বাজার চালু করেছিলেন বিহারের কর্নাট রাজবংশের রাজা হরি সিংহ। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন গোত্রের মধ্যে বিয়ে চালু এবং যৌতুকমুক্ত সমাজ গড়ে তোলা। সাধারণত লাল রঙের ধুতি পরে বট গাছের নীচে বরেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন। এটিই ছিল প্রথা।কিন্তু বর্তমানে টাকা দিয়ে বর কেনা হয় সেখান থেকে। বর বিক্রি হওয়ার এমন গল্প শুনে মাথায় হাত নেটিজেনদের। এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল।

Advertisements
Advertisements