ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম স্টেশনকে(Ghum Station) পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে রেল।২০২১ সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে দার্জিলিং সংলগ্ন ঘুমে শুরু হয়েছিল ঘুম ফেস্টিভ্যাল।সারাও মিলেছিল ব্যাপক।সেই কারণেই এবছরও ঘুম উইন্টার ফেস্টিভ্যালের(Ghum Winter Festival) আয়োজন করা হয়েছে।
Advertisements
আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।যেখানে পাহাড়ি শহরের সংস্কৃতি,শিল্প সহ আরও বিভিন্ন জিনিস তুলে ধরা হবে।
Advertisements
বুধবার ঘুম উইন্টার ফেস্টিভ্যালের লোগোর উদ্বোধন করা হলে যথেষ্ট উৎসাহী ছিলেন পর্যটকেরা। তারা এই ধরনের ফেষ্টিভ্যালের পক্ষে বলে জানান।