Pushpa-র পুষ্পরাজ’ এবং ‘RRR-এর রামচরনের’ আদলে তৈরি গণপতি

ভারতীয়দের মধ্যে গণেশ পূজা একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব। ভক্তরা এই দিন অনেক ধুমধামের সাথে বরণ করে গণপতিকে নিজের বাড়ি নিয়ে যান। ভক্তরা তাদের বাড়িতে তাদের পছন্দের মত গণেশ মূর্তি নিয়ে গিয়ে স্থাপন করে থাকেন। আর বাজারে তেমনি নিত্য নতুন এবং বিভিন্ন ধরনের গণেশ মূর্তি দেখতে পাওয়া যায়। তবে এবছর একটু অন্য ধরনের গণেশ মূর্তি পাওয়া যাচ্ছে বাজারে। দেশের বহু জায়গায় আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa) এর পুষ্পার বিখ্যাত ডায়লগ এবং স্টাইলের আদলে তৈরি হয়েছে গণেশ মূর্তি।

আবার রাজামৌলি পরিচালিত সিনেমা ‘আর আর আর’ এ রামচরণ এবং জুনিয়র NTR – এর অভিনীত চরিত্রের স্টাইলে তৈরি করা হয়েছে গণপতি বাপ্পাকে। বর্তমানে বলিউডের থেকে সাউথ মুভির জনপ্রিয়তা সারা দেশে বেশি। আর আগের বছর আর এই বছর মিলিয়ে এই দুই সিনেমা ভারতবর্ষের সিনেমাপ্রেমী মানুষদের মনে রাজ করেছে বলা চলে। আর তাই মানুষ এবারের গণেশ পূজার মধ্যেও এই দুই ছবির ছায়া প্রকাশ করেছে।

   

আল্লু আর্জুন, রামচরণ এবং জুনিয়র NTR – এর ভক্তরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। সোশ্যাল মিডিয়া খুললে এখন এমন গণেশ মূর্তির একাধিক ছবি ও ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক নিত্য নতুন পোজে গণপতিকে এবার সাউথ হিরোদের স্টাইলে দেখতে পাওয়া যাচ্ছে। আর তা দেশের একাধিক জায়গায় বিক্রিও হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন