বাবা-মেয়ের যুগলবন্দীর সাক্ষী থাকল বায়ুসেনা

ফের এক নজিরবিহীন ঘটনা ঘটল ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)। ভারতীয় বিমানবাহিনীতে প্রথমবার বাবা-মেয়ের জুটি আকাশে বিমান নিয়ে উড়ল। জানা গিয়েছে, ফ্লাইং অফিসার অনন্যা শর্মা…

বাবা-মেয়ের যুগলবন্দীর সাক্ষী থাকল বায়ুসেনা

ফের এক নজিরবিহীন ঘটনা ঘটল ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)। ভারতীয় বিমানবাহিনীতে প্রথমবার বাবা-মেয়ের জুটি আকাশে বিমান নিয়ে উড়ল।

জানা গিয়েছে, ফ্লাইং অফিসার অনন্যা শর্মা কর্ণাটকের বিদার এয়ার ফোর্স অ্যাডেতে একটি ভাল যুদ্ধ বিমানের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এ সময় তার বাবা এয়ার কমোডোর সঞ্জয় শর্মাও হক-১৩২ বিমানে তার সঙ্গে উড়ে যান। এই প্রথম কোনও বাবা-মেয়ের জুটি একসঙ্গে কোনও মিশনের জন্য উড়ে গেল।

এয়ার কমোডোর সঞ্জয় শর্মাকে ১৯৮৯ সালে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানের বহরে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যুদ্ধ বিমান ওড়ানোর ভালো অভিজ্ঞতা রয়েছে তার। তিনি মিগ-২১ স্কোয়াড্রনের পাশাপাশি ফ্রন্টলাইন ফাইটার স্টেশনেরও নেতৃত্ব দিয়েছেন। সঞ্জয় শর্মা ভারতীয় বিমান বাহিনীর অন্যতম সেরা পাইলট এবং কমব্যাট প্ল্যানার।

Advertisements

এয়ার কমোডোর সঞ্জয় শর্মার মেয়ে, ফ্লাইং অফিসার অনন্যা শর্মা ২০২১ সালের ডিসেম্বরে ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার পাইলট হিসাবে যোগ দেন। পাঁচ বছর পরে, ভারতীয় বিমান বাহিনী তাদের ফাইটার স্কোয়াড্রনে মহিলা পাইলটদের গ্রহণ করতে শুরু করে। ফ্লাইং অফিসার অনন্যা শর্মা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিটেক করেছেন। প্রথম থেকেই বাবার মতোই ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চেয়েছিলেন অন্য শর্মা। ফাইটার জেট ওড়ানোই ছিল তাঁর সবচেয়ে বড় স্বপ্ন। এমন পরিস্থিতিতে বায়ুসেনা পথ খুলতেই অনন্যার ইচ্ছে আরও বেড়ে যায়।