Durga Puja 2021: সামরিক মর্যাদায় নেপালে দেবী বরণ শুরু

অনলাইন ডেস্ক: সামরিক অভিবাদনে দেবী দুর্গা বরণ শুরু গণতান্ত্রিক নেপালের রাজধানী কাঠমান্ডুতে। অনুষ্ঠানের নাম ‘ফুলপাতি’। এই অনুষ্ঠানে নেপাল সরকার রাষ্ট্রীয় মর্যাদায় দেবী বরণ করে। কাঠমাণ্ডুর…

short-samachar

অনলাইন ডেস্ক: সামরিক অভিবাদনে দেবী দুর্গা বরণ শুরু গণতান্ত্রিক নেপালের রাজধানী কাঠমান্ডুতে। অনুষ্ঠানের নাম ‘ফুলপাতি’। এই অনুষ্ঠানে নেপাল সরকার রাষ্ট্রীয় মর্যাদায় দেবী বরণ করে। কাঠমাণ্ডুর তুন্ডিখেল ময়দানে হবে মূল অনুষ্ঠান। সামরিক অভিভাদন অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি। ফুলপাতি অনুষ্ঠানে মেতেছেন নেপালিরা।