৫ টাকায় রোগী দেখছেন বাংলার এই ডাক্তার

৫ টাকায় রোগী দেখছেন কার্ডিওলজিস্ট শুভম মুখোপাধ্যায় (Shubham Mukhopadhyay)। তিনি বলেছেন, ‘এটা অনেক দিনের স্বপ্ন ছিল। তা পূরণ হতে করছি। আমি আজ খুবই খুশি। প্রথমে…

Doctor Shubham Mukhopadhyay Offers Medical Consultations for Just 5 Rupees in Bengal to Help the Needy

৫ টাকায় রোগী দেখছেন কার্ডিওলজিস্ট শুভম মুখোপাধ্যায় (Shubham Mukhopadhyay)। তিনি বলেছেন, ‘এটা অনেক দিনের স্বপ্ন ছিল। তা পূরণ হতে করছি। আমি আজ খুবই খুশি। প্রথমে এটা আমার প্রয়াস ছিল , কিন্তু আমার বাকি ডাক্তার ফ্রেন্ডরা বিষয়টি জানার পর ,তারাও আগ্রহ দেখাতে আমরা সব ডিপার্টমেন্ট এরই চিকিৎসার জন্য ডাক্তার পেয়েছি।’

নিয়মাবলী ও গুরুত্বপূর্ণ তথ্য
033 2440 5178211 এই নম্বরে কল করে টিকেট করিয়ে নেবেন।এখানে 5 টাকার বিনিময়ে ডক্টর দেখানো যাবে । যেকোনো রোগ সংক্রান্ত চিকিৎসার যাবতীয় পরীক্ষা বিনামূল্যে বা ১০০ টাকার বিনিময়ে করানো হবে । ‘OPD’ সময়সীমা সকাল ৮থেকে ১২. ৩০ পর্যন্ত। যদি পেসেন্ট বেশি থাকে তাহলে যতক্ষণ পেসেন্ট না দেখা শেষ হয় ততক্ষণ ডক্টর দেখানো হয়। আমরা অবশ্যই সময়সীমাটাকে বাড়ানোর চেষ্টা করব। পারলে সকাল সকাল লাইন দেওয়ার চেষ্টা করতে হবে। খাবার সুবন্দোবস্ত আছে। ২৫ টাকার বিনিময়ে থাকা ও খাওয়া সম্পূর্ণ করতে পারবেন।

   

যেকোনও বড় অপারেশন খুব খুব স্বল্প মূল্যে করা হয় এখানে। শুভমের কথায়, ‘এখানে চিকিৎসার জন্য বেশিরভাগ ঔষধ বিনামূল্যে অথবা খুব খুব স্বল্পমূল্যে পাওয়া যাবে। এটা সম্পূর্ণ রূপে খেটে খাওয়া দুস্থ গরিব মানুষদের সেবা প্রদানের স্বার্থে আমাদের একটা ছোট প্রয়াস ।কোনো দালাল বা দালাল মারফত টাকা আদান প্রদান ও বুকিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।ধৈর্য সহকারে শৃঙ্খলা বজায় রেখে আপনারা আসবেন ,একজন রোগী একজন ডক্টরের কাছে ভগবান তুল্য, আমরা আপনাদের সঠিক সেবা দানে সর্বদা সক্রিয় থাকবো । এখানে সব রকমের চিকিৎসা হয় এবং সেটা জাতি ধর্ম নির্বিশেষে।’

ঠিকানা এবং যোগাযোগ নম্বর
১) ২১১, রাসবিহারী অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা, পশ্চিমবঙ্গ। 033 2440 5178211, রাসবিহারী অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০১৯ (ভারতসেবাশ্রম)
২) রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, কলকাতা-৭০০০১৩
৩) নিউটউন ইকোপার্ক ,ওয়েস্টইন এর বিপরীতে আমার ফ্ল্যাটেও দেখব (সাপুর্জি এন্ড ওয়ান রাজারহাট)।

চিকিৎসক বলেছেন, ‘খেটে খাওয়া মানুষের জন্য মানুষকে বাঁচানোর জন্য মানুষকে জানাবেন। বিষয়টি সবার কাছে পৌঁছাক ,আপনার সহায়তা বাঁচিয়ে দিক এক দুস্থ অসুস্থ মানুষের প্রাণ ।সর্বদাই আমরা মানুষের সেবা দিতে আপ্রাণ চেষ্টা করবো ,ভুল ত্রুটি মার্জনীয় ,আপনাদের কে বলবো আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন ,কোন ক্ষেত্রে ,কোন দিক থেকে যে,কোন ভাবে বিষয়টি আরো ভালো করা যায় তার জন্য চেষ্টা করব।’