উৎসব মনেই নাচ-গান, খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়। শুধু ভারতীয়রা নয় উৎসবের আনন্দে মেতে ওঠেন ভারতে থাকা বিদেশিরা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, দীপাবলির অনুষ্ঠানে বলিউড গানে কোমর দুলালেন তিনিও। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
সুপারস্টার শাহরুখ খানের ‘ছাইয়া-ছাইয়া’ গানে এখন পর্যন্ত অনেক মানুষকে নাচতে দেখেছেন, কিন্তু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি যখন গানটিতে নাচছেন, তখন তা ইন্টারনেটে ঝড় তুলেছে। শুক্রবার নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসে দীপাবলির অনুষ্ঠানে তার বলিউড স্টাইলের নাচ দেখে মুগ্ধ গোটা দেশ।
I applaud the jovial spirit of US Ambassador to India, Mr. @ericgarcetti, for showing delightful interest in Diwali celebrations. Let there be light and happiness in the relationship of US and India like this forever!@USAmbIndia pic.twitter.com/8COlQ5EGlQ
— Satnam Singh Sandhu (@satnamsandhuchd) November 10, 2023
ভাইরাল হওয়া ভিডিওটি এক্স (পূর্বে টুইটার) এ অনেক ব্যবহারকারী শেয়ার করেছেন। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর সতনাম সিং সান্ধু ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “দীপাবলি উদযাপনে আগ্রহ দেখানোর জন্য আমি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তির মনোভাবের প্রশংসা করি। ভারত-মার্কিন সম্পর্ক সবসময় এমন আলোকিত ও আনন্দময় থাকুক। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল কুর্তা পরে শাহরুখ খানের স্টেপ করছেন গারসেত্তি। তাঁর স্টাইল ভারতীয়দের মন জয় করছে।
এরিস গারসেত্তি এই বছরের মে মাসে নিযুক্ত হওয়ার পর থেকে ভারতীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। সম্প্রতি দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপূজায় সামিল হয়েছিলেন। আমেরিকান কূটনীতিক ধুনুচি নাচও পরিবেশন করেছিলেন এবং ভারতীয় খাবার উপভোগ করেছিলেন।সারা বিশ্ব ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করছে বলে আনন্দ প্রকাশ করছেন নেটিজেনরা।