নগদে অটোর ভাড়া মেটানোর দিন শেষ! দেশের এই শহরে ক্রিপ্টোকারেন্সিতে চলবে লেনদেন

একসময় লেনদেনের ক্ষেত্রে টাকার ব্যবহার কমাতে ইউপিআই মাধ্যম চালু হয়েছিল। ২০২০-তে করোনা অতিমারির সময়ে বহু মানুষ ক্যাশলেস লেনদেন শুরু করেছিলেন। বর্তমানে এক কাপ চা খেয়েও…

Cryptocurrency

একসময় লেনদেনের ক্ষেত্রে টাকার ব্যবহার কমাতে ইউপিআই মাধ্যম চালু হয়েছিল। ২০২০-তে করোনা অতিমারির সময়ে বহু মানুষ ক্যাশলেস লেনদেন শুরু করেছিলেন। বর্তমানে এক কাপ চা খেয়েও ইউপিআই-তে পেমেন্ট করতে দেখা যায়। এক্ষেত্রে ফোন পে, জি পে-র মত সংস্থাগুলি বহুল জনপ্রিয়। কিন্তু ইউপিআই-তেও পেমেন্ট করার দিন নাকি এখন অতীত। বাজারে এসেছে ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)। এখন অটোয় চড়লে এতে ভাড়া মেটানো যাবে।

এমনটা বলার কারণ কী শুনবেন? সম্প্রতি বেঙ্গালুরুর এক অটোর ভেতরে লিখে রাখা বার্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে, আপনি চাইলে ভাড়া মেটানোর জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারেন। গত ১৮ অগস্ট ইনস্টাগ্রাম ও এক্স (পূর্ব নাম টুইটার) হ্যান্ডেলে এই পোস্টটি করা হয়। 

   

ভিডিওতে দেখা গেছে, চালক যেখানে বসেন তার ঠিক উপরে লেখা রয়েছে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে বহু নেটিজেন অটো চালকের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। যদিও বিদ্রূপ করতেও পিছপা হননি বহুজন।

নবান্নে বিদ্যুতের বিল কমাতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর, সাশ্রয় হল প্রায় 5 লক্ষ টাকা

প্রসঙ্গত, আজও দেশের বহু মানুষ ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) সম্পর্কে জানেন না। সে ক্ষেত্রে একজন অটোচালক হয়ে এমন উদ্ভাবনী মানসিকতার পরিচয় দেওয়া অবশ্যই প্রশংসনীয় বলে দাবি করেছেন ওয়াকিবহাল মহল। জানিয়ে রাখি, ২০২০-র পর থেকে ক্রিপ্টোকারেন্সি নেওয়া বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ওই চালক এখন ক্রিপ্টো গ্রহণ করছেন কিনা, তা নিয়ে সমাজ মাধ্যমে প্রশ্ন করেছেন অনেকে।