সাবধান: কাশবনের মৃত্যুদূত

আকাশে মেঘের খেলা, দুলছে কাশ। প্রকৃতির এই অনবদ্য হাতছানি মন টানবেই। আপনি যদি কাশফুলের ঝোপে সেলফি তুলতে যান৷ কাশের হাতছানিতে লুকিয়ে আছে মৃত্যুদূত। কেউটে গোখরো সহ সাপের প্রিয় জায়গা কাশঝোপ।

কাশের ঝাড় পতিত জমিতে বা নদীর তীরে হয়। এখানে ইঁদুরের আনাগোনা বেশি। ইঁদুর খেতে সাপ আসে কাশের ঝোপ, শুকনো ঘাসজমিতে। তন্ময় হয়ে কাশ ঝোপের ছবি, সেলফি তুলছেন ? আপনার পায়ের কাছেই হয়ত রয়েছে কাল কেউটে। ছবি তুলতে গিয়ে এক ছোবলেই ছবি হয়ে যাবেন। আসলে সাপ আপনাকে ভয় পেয়েই কামড়াবে। হয়ত মনে করবে তার খাদ্য ইঁদুর বা পাখি এসেছে। সাপের দৃষ্টি খুব ক্ষীণ, তবে অনুভূতি প্রবল। কাশবনের ছবি তুলুন তবে দূর থেকে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন