কাশবনেই ওঁত পেতে রয়েছে সাক্ষাৎ মৃত্যু দূত

আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই শুরু হবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আকাশে বাতাসে বর্তমানে পুজোর গন্ধ। জায়গায় ফুটে রয়েছে কাশফুল। তবে এই কাশবনেই কিনা ওঁত পেতে রয়েছে সাক্ষাৎ মৃত্যু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আপনিও কি কাষফুলের ঝোপে গিয়ে সেলফি তুলতে চান? তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণে এই কাশবনেই লুকিয়ে থাকতে পারে কেউটে, গোখরো সহ একাধিক বিষধর সাপ। যা কিনা মুহূর্তেই আপনার প্রাণ নিয়ে নিতে পারে। বলা হয়, সাপের প্রিয় জায়গাই হল কাশঝোপ।

   

সাধারণত কাশের ঝাড় পতিত জমি বা নদীর তিরে হয়। সাপের পাশাপাশি এখানে আনাগোনা থাকে ইঁদুরের। আর এই ইঁদুরের ক্লোভেই সাপ আসে কাশের ঝোপে। আর সেইসময়ে যদি আপনি তন্ময় মনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার ভবলীলা সাঙ্গ হতে দেরি থাকবে না। আপনার পায়ের কাছেই হয়তো কোথাও লুকিয়ে থাকবে কাল কেউটে বা গোখরো, আর আপনি টেরও পাবেন না। ফলে কাশবনে যাওয়ার আগে একটু ভেবে দেখবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন