তৃষ্ণার্ত বানরকে জল খাওয়াচ্ছেন পুলিশকর্মী, ভাইরাল মন ভালো করা ভিডিও

তীব্র তাপদাহে পুড়ছে দেশের বেশ কয়েকটি রাজ্য। গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। একই অবস্থা অবলা প্রাণীদেরও। রাস্তায় ঘুরে বেড়ানো একটি বানরের সঙ্গেও একই রকম…

তৃষ্ণার্ত বানরকে জল খাওয়াচ্ছেন পুলিশকর্মী, ভাইরাল মন ভালো করা ভিডিও

তীব্র তাপদাহে পুড়ছে দেশের বেশ কয়েকটি রাজ্য। গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। একই অবস্থা অবলা প্রাণীদেরও। রাস্তায় ঘুরে বেড়ানো একটি বানরের সঙ্গেও একই রকম ঘটনা ঘটেছিল। এই বানরটি গরমে হাঁসফাঁস করছিল এবং একটু জলের সন্ধান করছিল। এদিকে তাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে এক পুলিশ সদস্য তাকে বোতল থেকে জল খাওয়ালেন। সেই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মানুষ এই পুলিশ কর্মীর কাজের ভূয়সী প্রশংসা করছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের। জানা গিয়েছে, মালশেজ ঘাটে নিযুক্ত ট্রাফিক পুলিশদের আশেপাশের জঙ্গল থেকে রাস্তা থেকে বেরিয়ে আসা প্রাণীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকটি জলের বোতল বহন করতে দেখা গেছে।

ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, বোতল থেকে বানরকে জল খাওয়াচ্ছেন ওই পুলিশকর্মী। বানরটিকে বোতলটি ধরে আরামে জল পান করতেও দেখা যায়। এই ভিডিওটি স্ট্রিটডগস অফবম্বে নামে একটি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে।

ভিডিওটির কমেট বক্সে একজন লিখেছেন, এই ভিডিওটি হৃদয়স্পর্শী। একই সময়ে, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ঈশ্বর সেই ব্যক্তিকে আশীর্বাদ করুন যিনি প্রাণীটিকে সাহায্য করেছেন।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by StreetdogsofBombay (@streetdogsofbombay)