কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। অর্থাৎ পরিশ্রম করলে একদিন না একদিন তার সঠিক ফল মিলবেই। ঠিক যেমনটা হয়েছে অভিষেক কুমারের সঙ্গে। তিনি আমাজনে ১.৮ কোটি টাকার চাকরি পেলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।
পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারের ছাত্র অভিষেক ইনস্টিটিউটে সর্বকালের সর্বোচ্চ ১.৮ কোটি টাকার বার্ষিক বেতন প্যাকেজ পেয়েছেন।
জকনা গিয়েছে, অভিষেক গত বছর ডিসেম্বরে আমাজন দ্বারা পরিচালিত কোডিং পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কোয়ালিফাই করার পর এপ্রিল মাসে আন্তর্জাতিক পর্যায়ে তিন রাউন্ডের ইন্টারভিউয়ে অংশ নেন তিনি। গত ২১ এপ্রিল আমাজন জার্মানি থেকে ফাইনাল ফোন পান তিনি। এরপর এনআইটি পাটনার তরফ থেকে একটি টুইটে বলা হয়,
‘ আমরা আপনাকে নিয়ে অবিশ্বাস্যভাবে গর্বিত। অভিনন্দন। আপনার আন্তরিক প্রচেষ্টা এই সাফল্যের প্রাপ্য।’
টুইটে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, যার মধ্যে ১৩০ শতাংশ সামগ্রিক প্লেসমেন্ট রয়েছে। উল্লেখ্য, এর আগে রেকর্ডটি এনআইটি পাটনার অদিতি তিওয়ারির নামে ছিল, যিনি ফেসবুক (এখন মেটা) থেকে ১.৬ কোটি টাকার বার্ষিক বেতন প্যাকেজের প্রস্তাব পেয়েছিলেন।
অদিতির আগে, পাটনার এক মেয়ে সম্প্রীতি যাদব টেক জায়ান্ট গুগলে ১.১১ কোটি প্যাকেজ পেয়ে রাজ্যকে গর্বিত করেছিলেন।