Makar Sankranti : জানা-অজানায় ‘মকরসংক্রান্তি’

বছর শুরুতে মকরসংক্রান্তি (Makar Sankranti) দিনটির গুরুত্ব ভারতবাসীর কাছে একেবারে অন্য রকমের। তাছাড়া দেশজুড়ে পালিত এই উৎসবের মাহাত্ম্য আমাদের চাষি ভাইদের কাছে কতটা, তা আর…

Makar Sankranti : জানা-অজানায় 'মকরসংক্রান্তি'

বছর শুরুতে মকরসংক্রান্তি (Makar Sankranti) দিনটির গুরুত্ব ভারতবাসীর কাছে একেবারে অন্য রকমের। তাছাড়া দেশজুড়ে পালিত এই উৎসবের মাহাত্ম্য আমাদের চাষি ভাইদের কাছে কতটা, তা আর বলার অপেক্ষা রাখে না। দেশের বেশিরভাগ রাজ্যের মকর সংক্রান্তি কৃষি উত্‍সব হিসেবে পালন করা হয়।

মকর সংক্রান্তি থেকেই যেহেতু সূর্যের উত্তরায়ন শুরু হয়, তাই এই দিনটি বসন্ত ঋতুকে স্বাগত জানানোর দিন হিসেবে পালন করা হয়। এত রঙের মিলনে এই উৎসব সত্যিই চোখকে খুব আরাম দেয়। সেই সঙ্গে সারা দিনব্যাপী চলা নানা উপাচারে যেন মনের ক্ষিদেও পূর্ণ হয়। সুস্বাদু ভোজন ছাড়া কোনও উৎসব হয় নাকি! মকর সংক্রান্তির আরেক গুরুত্বপূর্ণ উপাদান হল ঘুড়ি।

চলুন জেনে নিই, মকর সংক্রান্তি উপলক্ষে অজানা কিছু তথ্য
এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় কেন?
পুরানো নথি ঘেঁটে জানা গেছে আজকের দিনেই সূর্য মকর রাশিতে প্রবেশ করে। তাই তো এই উৎসবের নাম মকর সংক্রান্তি।

দীবারাত্র অনুষ্ঠান হয় কেন?
বিজ্ঞানানুসারে আজকের দিনে সূর্যের অবস্থানের কারণে দিন ও রাতের পরিধি বেড়ে যায়। সেই কারণই মকর সংক্রান্তির দিন দীবারাত্র উৎসব চলতে থাকে

Advertisements

এই দিনে ঘুড়ি ওড়ানো হয় কেন?
শীতের দিনে হওয়ায় এই উৎসবের দিনে সূর্যের তেজ সেভাবে থাকে না। ফলে সংক্রমণের প্রকোপ বেড়ে যায়। তাই তো আজকের দিনে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ আছে। ঘুড়ি ওড়ালে অনেকটা সময় রোদ্রে কাটাতে হয়। ফলে শরীরে যেমন ভিটামিন-ডি-এর ঘাটতি দূর হয়, তেমনি নানা রোগ-জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়।

মকর সংক্রান্তির দিন তীর্থযাত্রায় যায় কেন?
আজকের দিনে গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অনেকে এও বিশ্বাস করেন যে মকর সংক্রান্তির দিনে যদি কেউ মারা যান তাহলে তার আর পুর্নরজন্ম হয় না। সে সরাসরি স্বর্গের পথে পারি দেন।