Dhanteras: দীপাবলির প্রাক্কালে ধনতেরাসের মাহাত্ম্য ঠিক কতটা? চলুন জেনে নেওয়া যাক

Dhanteras

উৎসবের এই প্রাক্কালে গুড অক্টোবর মাস জুড়ে চলতেই থাকে নানা ধরনের উৎসব। সবেমাত্র কেটে গিয়েছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোউৎসব এবং লক্ষ্মীপূজো। আগামী দিনে আবার আসতে চলেছে বাঙালির অন্যতম উৎসব কালীপুজো এবং ভাইফোঁটা। এই দিন উৎসবের আগে আরো একটি দিন বর্তমান দিনে বাঙালিদেরও ঘরে ঘরে পালন করা হয়ে থাকে, তা হল ধনতেরাস (Dhanteras)।

Advertisements

ধনতেরাস হিন্দি সম্প্রদায়ের ব্যক্তিরা পালন করে থাকলেও মূলত পালন করে মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষেরা। ধনতেরাস কথাটি এসেছে ধনত্রয়োদশী বা ধন্বন্তরি- ত্রয়োদশী শব্দটি থেকে। ধন শব্দের অর্থ সম্পত্তি এবং ত্রয়োদশী শব্দের অর্থ মাসের ১৩ তম দিন। দীপাবলীর সময় লক্ষ্মী পূজার ঠিক দুদিন আগে ধনতেরাস পালন করা হয়ে থাকে। কথায় আছে, ধনতেরাসে দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান এবং তাদের মনোকামনা পূরণ করেন। তাই বেশিরভাগ ব্যবসায়িক সম্প্রদায়ের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

আজ থেকে প্রায় দশ কিংবা ১৫ বছর আগে ফিরে গেলে দেখতে পাওয়া যাবে, বিশেষত বাঙালিদের মধ্যে এই ধনতেরাস দিনটি পালন করার হিড়িক ছিল না। কিন্তু বর্তমান সময় যুগের সাথে তালে তাল মিলিয়ে বাঙালিরা এই উৎসব পালন করে থাকেন। চলতি বছরের অক্টোবর মাসের ২৩ তারিখে ধনতেরাস উৎসব পালন করা হবে। সাধারণত মানুষেরা এই দিনটিতে যেকোনো ধাতব জিনিস কেনার লক্ষ্যে থাকেন।

Advertisements

সম্পদের দেবতা কুবেরও এই দিন পূজিত হয়। ভারতের প্রধানত সোনার উপর কিংবা বাসন কিনে এই উৎসব পালন করা হয়ে থাকে। অনেকে আবার এই দিনেই নতুন জামা কাপড়ও কেনেন। এরপর চারিদিকে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষী দেবীর আরাধনা করা হয়ে থাকে। এমনকি গণেশেরও আরাধনা করা হয়ে থাকে।