মায়ের আগমনের আর মাত্র ১০০ দিন, জানুন এবারের দুর্গাপুজোর দিনক্ষণ

বঙ্গে বর্ষা ঢুকতেই আকাশে ছেঁড়া ছেঁড়া কালো মেঘ৷ বাতাসে সোঁদা গন্ধ৷ এর মধ্যেই শুরু হয়ে গেল পুজোর দিন গোনা৷ আর মাত্র ১০০ দিন। তার পরেই…

Durga Puja after 100 days know the date , ২০২৪ সালের দুর্গাপুজোর বাকি আর মাত্র ১০০ দিন জানুন তারিখ

বঙ্গে বর্ষা ঢুকতেই আকাশে ছেঁড়া ছেঁড়া কালো মেঘ৷ বাতাসে সোঁদা গন্ধ৷ এর মধ্যেই শুরু হয়ে গেল পুজোর দিন গোনা৷ আর মাত্র ১০০ দিন। তার পরেই মা আসবেন বাংলার ঘরে ঘরে। আনন্দ-উচ্ছ্বাসে মাতবে রাজ্যবাসী। কুমোরটুলিতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রথের পর থেকেই জোরকদমে শুরু হবে দুর্গাপ্রতিমা গড়ার কাজ।

   

রথ আসা মানেই বাহালির মনে পুজো পুজো ভাব। আগে থেকে দুর্গাপুজোর তারিখ জানা থাকলে ওই চার-পাঁচ দিনের পরিকল্পনা করা যায় গুছিয়ে। শুধু দুর্গাপুজোই নয়, তার আগে পরেও বিভিন্ন পুজোয় আনন্দ করে বাঙালি। তাই দুর্গাপুজোর ১০০ দিন আগেই জেনে নিন, এবারের শারদোৎসব সহ অন্যন্য পুজোর দিনক্ষণ।

বিশ্বকর্মা পুজো:
২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) মঙ্গলবার।

বিশ্বকর্মা পুজো:
২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) মঙ্গলবার।

মহালয়া:
২০২৪-এ মহালয়া ২ অক্টোবর (১৫ আশ্বিন) বুধবারে।

দেবীর আগমন:
এবার দেবীর আগমন দোলায়। ফল – মড়ক

দুর্গাপুজোর তারিখ ২০২৪:

– মহাষষ্ঠী পড়েছে -৯ অক্টোবর (২২ আশ্বিন) বুধবার
– মহাসপ্তমী পড়েছে- ১০ অক্টোবর (২৩ আশ্বিন) বৃহস্পতিবার
– মহাষ্টমী পড়েছে – ১১ অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার
– মহানবমী ও দশমী পড়েছে- ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার
(এই বছর মহানবমী এবং দশমী পঞ্জিকা মতে পড়েছে একই দিনে)

দেবীর গমন:
এবার দেবীর গমন ঘোটকে। ফল – ছত্রভঙ্গ।

কোজগরী লক্ষ্মীপুজো:
২০২৪-এ লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (২৯ আশ্বিন) বুধবার

কালীপুজো:
২০২৪-এ কালীপুজো ৩১ অক্টোবর (১৪ কার্ত্তিক) বৃহস্পতিবার

ভাইফোঁটা:
২০২৪-এ ভাইফোঁটা ৩ নভেম্বর (১৭ কার্ত্তিক) রবিবার

জগদ্ধাত্রী পুজো:
২০২৪-এ জগদ্ধাত্রী পুজো ১০ নভেম্বর (২৪ কার্ত্তিক) রবিবার

বেণীমাধব শীলের ফুল পঞ্জিকায় উল্লেখিত পুজোর তারিখ অনুসারে…

বাংলায় মেগা উদ্যোগ রেলের, ট্রেনের জানলা দিয়ে পাহাড়ি সৌন্দর্য্য উপভোগ এখন আরও মনোরম

গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফর এবার আরও আনন্দের! যুগান্তকারী পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের