Durga Puja tradition: মায়ের চিন্ময়ী মূর্তি জলে পড়ার আগেই ঢাকের বাদ্যি বলে ওঠে, ”ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন!” বিসর্জনের বাজনার সঙ্গে সঙ্গে পানপাতা দিয়ে মাকে বরণ করে নেওয়া হয়। মাকে জল মিষ্টি খাইয়ে কানে কানে বলা হয়, “আবার এসো মা।” আর এই দশমীর দিনেই সিঁদুর খেলায় মেতে ওঠে সকলে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










