ভুলেও বাড়িতে রাখবেন না এই সমস্ত গাছ, অর্থের সমস্যা পিছু ছাড়বে না

নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছা সকলেরই রয়েছে৷ তার জন্য নিত্যনতুন আসবাবপত্রের পাশাপাশি থাকে নানা ধরনের ঘর সাজানোর জিনিসপত্র৷ তবে আসল বিষয় হল আজকাল…

ভুলেও বাড়িতে রাখবেন না এই সমস্ত গাছ, অর্থের সমস্যা পিছু ছাড়বে না

নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছা সকলেরই রয়েছে৷ তার জন্য নিত্যনতুন আসবাবপত্রের পাশাপাশি থাকে নানা ধরনের ঘর সাজানোর জিনিসপত্র৷
তবে আসল বিষয় হল আজকাল কার দিনে বহু মানুষই রয়েছেন যাঁরা ঘরের ভিতরে ইন্ডোর প্ল্যান্ট(indoor plants) করে থাকেন৷ কারণ শহরে এলাকায় সকলেই ফ্ল্যাটে থাকেন তাই হাতের কাছে বাগান পাওয়া একেবারেই সম্ভব হয়ে ওঠে না৷ তাই ঘরের ভিতর বা ব্যালকনিই ভরসা৷ যদিও বাড়ির ভিতর ও বাইরের জন্য থাকে আলাদা আলাদা গাছের সমাহার৷ তবে সমস্যার বিষয় হল গাছ লাগানোর আগে আপনাকে ভাবতে হবে সংসারের জন্য কোনটি শুভ আর কোন গাছগুলি অশুভ৷

তাই গাছ বসানোর আগে অবশ্যই মেনে চলুন বেশ কিছু বাস্তু টিপস৷

১) আপনার বাড়ির ভিতরে বাহারি বা আসল নারকেল গাছ থাকে তাহলে তা সংসারের জন্য শুভ৷ পাশাপাশি সুপারি গাছ থাকলে গৃহের মঙ্গল হয়।

২) তবে ভুলেও বাড়িতে কোনও তাল, তেঁতুল, শিমুল গাছ রাখতে নেই। এতে আপনার সংসারে অশুভ ছায়া নেমে আসে৷ অর্থের অভাব দেখা যায়৷

৩) বিশেষ করে আপনি বাড়িতে কাঁঠাল এবং লেবু গাছ রাখতে পারেন এতে কোনও দিন অর্থের অভাব ঘটবে না৷ সেই সঙ্গে সৌভাগ্য বৃদ্ধি পাবে৷

Advertisements

৪) তুলসী গাছ গৃহের জন্য খুভি
বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই রাখুন। এই গাছ থেকে বহু রোগব্যাধির উপশম হয়। একই ভাবে গৃহের বা নিজের কোনও গ্রহ খারাপ অবস্থানে থাকলে বা কুদৃষ্টি ও অশুভ নক্ষত্রের দোষ কাটাতে তুলসী গাছ পুজো করলে উপকার পাওয়া যায়।