ভুলেও বাড়িতে রাখবেন না এই সমস্ত গাছ, অর্থের সমস্যা পিছু ছাড়বে না

নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছা সকলেরই রয়েছে৷ তার জন্য নিত্যনতুন আসবাবপত্রের পাশাপাশি থাকে নানা ধরনের ঘর সাজানোর জিনিসপত্র৷ তবে আসল বিষয় হল আজকাল…

নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছা সকলেরই রয়েছে৷ তার জন্য নিত্যনতুন আসবাবপত্রের পাশাপাশি থাকে নানা ধরনের ঘর সাজানোর জিনিসপত্র৷
তবে আসল বিষয় হল আজকাল কার দিনে বহু মানুষই রয়েছেন যাঁরা ঘরের ভিতরে ইন্ডোর প্ল্যান্ট(indoor plants) করে থাকেন৷ কারণ শহরে এলাকায় সকলেই ফ্ল্যাটে থাকেন তাই হাতের কাছে বাগান পাওয়া একেবারেই সম্ভব হয়ে ওঠে না৷ তাই ঘরের ভিতর বা ব্যালকনিই ভরসা৷ যদিও বাড়ির ভিতর ও বাইরের জন্য থাকে আলাদা আলাদা গাছের সমাহার৷ তবে সমস্যার বিষয় হল গাছ লাগানোর আগে আপনাকে ভাবতে হবে সংসারের জন্য কোনটি শুভ আর কোন গাছগুলি অশুভ৷

তাই গাছ বসানোর আগে অবশ্যই মেনে চলুন বেশ কিছু বাস্তু টিপস৷

   

১) আপনার বাড়ির ভিতরে বাহারি বা আসল নারকেল গাছ থাকে তাহলে তা সংসারের জন্য শুভ৷ পাশাপাশি সুপারি গাছ থাকলে গৃহের মঙ্গল হয়।

২) তবে ভুলেও বাড়িতে কোনও তাল, তেঁতুল, শিমুল গাছ রাখতে নেই। এতে আপনার সংসারে অশুভ ছায়া নেমে আসে৷ অর্থের অভাব দেখা যায়৷

৩) বিশেষ করে আপনি বাড়িতে কাঁঠাল এবং লেবু গাছ রাখতে পারেন এতে কোনও দিন অর্থের অভাব ঘটবে না৷ সেই সঙ্গে সৌভাগ্য বৃদ্ধি পাবে৷

৪) তুলসী গাছ গৃহের জন্য খুভি
বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই রাখুন। এই গাছ থেকে বহু রোগব্যাধির উপশম হয়। একই ভাবে গৃহের বা নিজের কোনও গ্রহ খারাপ অবস্থানে থাকলে বা কুদৃষ্টি ও অশুভ নক্ষত্রের দোষ কাটাতে তুলসী গাছ পুজো করলে উপকার পাওয়া যায়।