Sushanta Nandi: সুশান্ত নন্দীর কবিতা: অনুভবের বর্ণমালা

Sushanta Nandi

Sushanta Nandiবিমূর্ত বিগ্রহ

তোমার ছোঁয়ায় বার বার পবিত্র হই বলে মৃত্যুর কথা ভুলে যাই

   


অথৈ সঙ্গম

ওষ্ঠে জোয়ার এলে মোহনায় ভাসি অথৈ সঙ্গমে


অনুভবের চুপকথা

তোমার নাভি মূলের কাছে গচ্ছিত রাখা থাকে বাসন্তি রঙের অনুভব


জোছনার গ্রহণ

জোছনার গ্রহণ লেগে গেছে শরীরে,
মুহূর্তরা খুলে দিক বন্ধনী আর যতি চিন্হ


জোছনা সরোবর

স্পর্শ গভীরতার দিকে এগিয়ে গেলে হৃদয়ে প্রস্ফুটিত হয় অলীক জোছনা


বসন্ত সঙ্গম

পাতা ঝরার পর এবার নিয়ে চলো বসন্ত সঙ্গমে

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন