HomeLifestyleWari Chora: নতুন জায়গায় বেড়াতে যাবেন? আপনার জন্য অপেক্ষা করছে ওয়ারি ছরা

Wari Chora: নতুন জায়গায় বেড়াতে যাবেন? আপনার জন্য অপেক্ষা করছে ওয়ারি ছরা

- Advertisement -

বেড়াতে যেতে কে না ভালবাসেন! রোজকার একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে জীবনে। কাজেই হাওয়া বদল জরুরি। ছোট্ট ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন হয়ে ওঠে চনমনে। কেউ যেমন অরণ্যের গভীরে আশ্রয় নেন, কেউ বেড়াতে যান পাহাড়ের কোলে। আবার সমুদ্রও ভালবাসেন অনেকে। এখন পর্যটক মানচিত্রে নিজস্ব পরিচিতি সুন্দরের ঠিকানা ওয়ারি ছরা (Wari Chora)।

প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো আনন্দের আর কিছুতেই হতে পারে না। মেঘালয় ট্যুরিজমের মধ্যে এখন অন্যতম সেরা ঠিকানা ওয়ারি ছরা। ওয়ালি কথার মনে গভীর নদী। ক্যানিয়ন রুটে অনেকটা যাওয়া যায়। এই কোলাহল মুক্ত জায়গাটিতে শিলং থেকে যাওয়া যায়। দুদিনের জন্য এই পরিবেশে থাকলেই মনে আসবে দারুণ প্রশান্তি। কাছাকাছির মধ্যে দেখে নিতে পারেন গারো পাহাড়।

   

কলকাতা থেকে ট্রেনে গেলে গুয়াহাটিতে নেমে সেখান থেকে ভাড়া গড়িতে যেতে পারেন। এর কাছাকাছি শহরের মধ্যে রয়েছে তুরা। ওয়ারি নদীতে নৌভ্রমণের সুযোগ রয়েছে। নদীপথে একবার ভ্রমণ করলে আজীবন ভুলতে পারবে না। যে সিজনেই বেড়াতে যান, বৃষ্টি পেতে পারেন। তবে এখানকার নদীর পরিচ্ছন্ন নীল জল আপনাকে মুগ্ধ করবেই।

অফিসে প্রতিদিনের একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিক ভাবেই ক্লান্তি আসে। কাজেই ছোট্ট ছুটিতে হাওয়া বদল জরুরি। এতে মনেরও বদল হয়। ওয়ারি ছরা এমন এক ঠিকানা যা ভালো করে দেবে আপনার মন। রিফ্রেশ হবে আপনার মাইন্ড। তাহলে আর দেরি কেন, আজই ট্যুর প্ল্যান করে ফেলুন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular