আজকাল মানুষ তার ব্যস্ততার জীবনে নিজের জন্য সময় বড় করতে পারে না। তবে বিশেষজ্ঞদের মতে হাটা হল আপনার শরীরকে সুস্থ রাখার চাবিকাঠি।
একজন সাধারণ মানুষের সমস্যা কমাতে চাইলে অন্তত পক্ষে ৩০ মিনিট হাঁটতে (Walking) হবে। এ সময়টুকু হাঁটতে পারলে ডায়াবেটিস, কোলেস্টেরলসহ বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সম্ভব।
আসুন আজ দেখে নেওয়া যাক হাঁটার উপকারিতা –
১.শরীর অনেক বেশি স্বতঃস্ফূর্ত থাকে।
২.হাঁটলে আমাদের শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করো।
৩. হাঁটার ফলে হৃদ্যন্ত্র ও ফুসফুসে রক্ত সরবরাহ বাড়ে।
৪.যাঁরা নিয়মিত হাঁটেন, তাঁদের অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়জনিত একটি রোগ) কম হয়।
৫.স্তন ক্যানসারসহ অন্য অনেক ক্যানসারের ঝুঁকি কমে।
৬.উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) ঝুঁকি কমাতেও প্রতিদিন হাঁটুন।