ট্রেকিং, শান্তি আর পাহাড়—পুজোয় সিকিমের এই ৩ অফবিট গন্তব্য আপনাকে মুগ্ধ করবে

পুজোর ছুটিতে বহু পর্যটক পাহাড় ডাক শুনে ছুটে যান সিকিমের উদ্দেশে। (SikkimTour) যাঁরা প্রথমবার যাচ্ছেন, তাঁদের তালিকায় গ্যাংটক, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথু লা পাস-এর…

Sikkim Beyond Gangtok: 3 Underrated Destinations to Explore This Puja

পুজোর ছুটিতে বহু পর্যটক পাহাড় ডাক শুনে ছুটে যান সিকিমের উদ্দেশে। (SikkimTour) যাঁরা প্রথমবার যাচ্ছেন, তাঁদের তালিকায় গ্যাংটক, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথু লা পাস-এর মতো চেনা জায়গা থাকবেই। কেউ কেউ সময় করে বেরিয়ে পড়েন পেলিং, রাবাংলা বা জুলুকের মতো জনপ্রিয় গন্তব্যে। কিন্তু আপনি যদি একটু অন্যরকম সিকিম খুঁজছেন, যেখানে পর্যটকের ভিড় নেই, প্রকৃতি আছে নিঃশব্দে—তাহলে আপনার জন্য রইল সিকিমের তিনটি নতুন, অফবিট গ্রামের সন্ধান।SikkimTour) 

১. সোরেং: অ্যাডভেঞ্চার আর ঐতিহ্যের মেলবন্ধন

পশ্চিম সিকিমের কোলে গড়ে ওঠা নতুন পর্যটন কেন্দ্র সোরেং এখন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।SikkimTour) চাকুং, শ্রীবাদাম, মঙ্গলবারে এবং সোরেং মিলিয়ে গঠিত এই অঞ্চলটি একদিকে যেমন অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, অন্যদিকে রয়েছে স্থানীয় সংস্কৃতি ও জনজীবনের স্বাদ নেওয়ার সুযোগ।SikkimTour) 

   

এখানে আপনি করতে পারবেন ট্রেকিং, মাউন্টেন বাইকিং, ক্যাম্পিং, হর্স রাইডিং, এটিভি রাইডস এবং বোল্ডারিং-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস। চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন। এছাড়া গ্রামে ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহার, মন্দির ও ছোট ছোট জলপ্রপাত দেখতে ঘুরে বেড়ানোও বেশ আকর্ষণীয়।SikkimTour) 

কীভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি (NJP) থেকে জোরাথাংSikkimTour) হয়ে সোরেং পৌঁছতে গাড়িতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। এছাড়া গ্যাংটক বা পেলিং থেকেও যাওয়া যায়। পেলিং থেকে সময় লাগে আড়াই ঘণ্টা।

থাকার ব্যবস্থা:

সোরেংয়ে বেশ কিছু হোমস্টে রয়েছে,SikkimTour) যেখানে স্থানীয় আতিথেয়তা ও গ্রামীণ জীবনযাত্রার অভিজ্ঞতা পাবেন।


২. ইয়াঙ্গাং: স্লো ট্যুরিজমে প্রকৃতির কোলে দিন কাটান

দক্ষিণ সিকিমের নামচি জেলার এক শান্ত, সবুজ গ্রাম ইয়াঙ্গাং। যারা প্রকৃতির মাঝে শহুরে কোলাহল ভুলে কয়েকটা দিন কাটাতে চান, তাঁদের জন্য আদর্শ গন্তব্য এটি। ‘স্লো ট্যুরিজম’ এবং ‘ইকো ট্যুরিজম’-এর প্র্যাকটিস এখানে ব্যাপক জনপ্রিয়।

মেনাম অভয়ারণ্যের মধ্যে অবস্থিত হওয়ায় এখানেও রয়েছে ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের সুযোগ। আপনি সময় কাটাতে পারেন চো লেকের ধারে, দেখতে পারেন শতাব্দীপ্রাচীন বৌদ্ধ মঠ। চাইলে যেতে পারেন মিম টি গার্ডেন, সিকিমের একমাত্র চা বাগান। এখানেই তৈরি হচ্ছে এশিয়ার সবচেয়ে উঁচু রোপওয়ে, যা পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।

Advertisements

কীভাবে যাবেন?

NJP থেকে নামচি হয়ে ইয়াঙ্গাং পৌঁছতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। গ্যাংটক থেকেও যাওয়া যায়, সময় লাগে মাত্র ২ ঘণ্টা।

থাকার ব্যবস্থা:

ইয়াঙ্গাংয়ে প্রচুর হোমস্টে রয়েছে। যারা শান্তিতে কয়েকটা দিন কাটাতে চান, তাঁদের জন্য একেবারে আদর্শ।


৩. ওখরে: বার্সের গেটওয়ে, এক অপার নির্জন সৌন্দর্য

ওখরে হল বার্সে রডোডেনড্রন অভয়ারণ্যের প্রবেশপথ। পশ্চিম সিকিমের কোলে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত হওয়ার ফলে এখান থেকে দার্জিলিং ও সিকিমের অপার দৃশ্য দেখা যায়।

যারা হিলে-বার্সে ট্রেক করতে চান, তাঁদের অনেকেই ওখরেতে এক রাত কাটিয়ে পরের দিন বার্সের উদ্দেশ্যে রওনা দেন। ওখরে মনাস্ট্রি ও তার আশপাশের জঙ্গলপথ ধরে হাঁটতে হাঁটতেই দেখা যায় পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা এক অনন্য সিকিম।

কীভাবে যাবেন?

NJP থেকে জোরাথাং হয়ে গাড়িতে পৌঁছতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা।

থাকার ব্যবস্থা:

ওখরে ও বার্সে—উভয় জায়গাতেই হোমস্টে, টেন্ট ও ডরমেটরির ব্যবস্থা রয়েছে।