বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

আর কিছুদিন পরেই শুরু হবে বিয়ের মরশুম। বিয়ের ধকল কাটিয়ে নবদম্পতিরা একটু নিজেদের মতো করে সময় কাটাতে চান। কেউ পাহাড় তো কেউ চান সমুদ্র পাড়ে…

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

আর কিছুদিন পরেই শুরু হবে বিয়ের মরশুম। বিয়ের ধকল কাটিয়ে নবদম্পতিরা একটু নিজেদের মতো করে সময় কাটাতে চান। কেউ পাহাড় তো কেউ চান সমুদ্র পাড়ে একান্তে প্রেম – কলহ উপভোগ করতে। মধুচন্দ্রিমা রোমাঞ্চের স্বাদ বয়ে আনে নব দম্পতিদের জীবনে। গত কয়েক বছরে বিদেশ ভ্রমণ ভারতীয়দের কাছে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। ভিসা নিয়ে ঝামেলা পোহাতে না চাইলে ঘুরে আসতে পারেন এই দেশ গুলি থেকে। শুধুমাত্র বৈধ ভারতীয় পাসপোর্ট থাকলেই প্ল্যান করে ফেলুন মধুচন্দ্রিমার।

রইল তেমন কিছু দেশের সন্ধান:

১.নেপাল
নেপাল শব্দের অর্থ পবিত্র গুহা। নেপালে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। বন্যপ্রাণী পর্যটন এই দেশের অন্যতম আকর্ষণ। এখানে কিছু বন্যপ্রাণী আছে যা একমাত্র নেপালে দেখা যায় যেমন স্পিনি ব্যাব্লার। নেপালে বিভিন্ন প্রজাতির রডোডেন্ড্রনও দেখা যায়। হিমালয় দর্শনেও বহু মানুষ এখানে ছুটি আসেন। ভারতীয়দের জন্য নেপালে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই, তবে বৈধ পাসপোর্ট অথবা সচিত্র পরিচয়পত্র থাকতে হবে। কাছের মানুষের সঙ্গে কিছুদিন কাটিয়ে আসতে পারেন নেপাল থেকে।

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

২.ভুটান
পাহাড়, ঘন অরণ্য, তিব্বতি গুম্ফা সব নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যে ঘেরা দেশ ভুটান। হিমালয়ের কোলে অবস্থিত শান্ত নিরালা দেশ পর্যটক দের আকর্ষণ করে। এটি “গ্রস ন্যাশনাল হ্যাপিনেস” ধারণার জন্য পরিচিত। পারো ভ্যালি, পুনাখা ভ্যালি থেকে প্রিয় মানুষের সঙ্গে এখানের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারেন।
তাকসাং মোনাস্ট্রির এক ঝলক আপনার মনে প্রশান্তি নিয়ে আসবে। দাতসি,রেড রাইস এবং সুজা (নোনতা চা) ভুটানের অত্যন্ত জনপ্রিয় খাবার। দেশের খুব কাছে বিদেশ ভ্রমণ করতে চাইলে এটি হবে আপনার জন্যে আদর্শ জায়গা।

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

৩.মলদ্বীপ
পৃথিবীর টপ টেন হানিমুন ডেস্টিনেশনগুলোর মধ্যে মলদ্বীপ অন্যতম। তারকাদের অনেককেই মাঝে মধ্যে মলদ্বীপে ছুটি কাটাতে দেখা যায়। গত কয়েক বছর ধরে উচ্চ – মধ্যবিত্ত ভারতীয়দের কাছেও এটি একান্তে ছুটি কাটানোর অন্যতম জায়গা হয়ে উঠেছে। মাছ এই দেশের অর্থনীতির মূল ভিত্তি হলেও বর্তমানে দেশটি পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নতি করেছে। সাদা বালির সৈকত, নারকেল গাছ, নীল জলের মাঝে সুন্দর ভিলা দেখে মুগ্ধ হবেন। এখানে ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায়। হানিমুন ডেস্টিনেশন এর পছন্দের তালিকায় মলদ্বীপকে রাখতে পারেন।

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

 

৪.মরিশাস
আপনি যদি সমুদ্র পছন্দ করেন তবে ঘুরে আসতে পারেন মরিশাস। আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরের এক দ্বীপ রাষ্ট্র মরিশাস। প্রবাল প্রাচীর, নানা ওয়াটার এক্টিভিটি, নীল জলের উপর ভিলা এখানের প্রধান আকর্ষণ। এখানের জলবায়ু মনোরম এবং পর্যটন একটি প্রধান শিল্প। ভারতীয় নাগরিকরা বিনা ভিসায় ৯০ দিন পর্যন্ত মরিশাসে থাকতে পারবেন।

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

Advertisements

৫.ফিজি
ফিজি একটি উষ্ণ, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর দেশ। এখানে ৩৩২টি ক্ষুদ্র দ্বীপ রয়েছে এবং ১০৬টি দ্বীপে মানুষের বসবাস। এই স্থানটির মুক্তো সাদা-বালির সৈকত এবং সবুজ গাছপালা আপনাকে রুপকথার রাজ্যে নিয়ে যাবে। ফিজিতে যাওয়ার জন্য বৈধ পাসপোর্ট, রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংয়ের তথ্য প্রয়োজন। একটু অফবিট হানিমুন ডেস্টিনেশন চাইলে এটি হতে পারে আপনার জন্যে আদর্শ।

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

৬.হং কং
চীনের হং কং আধুনিকতা, প্রাচীন সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মিশ্রণ। অক্টোবর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে মে এখানে বেড়ানোর সেরা সময়। মেট্রো (MTR) হং কং-এর প্রধান এবং সবচেয়ে সুবিধাজনক পরিবহন মাধ্যম। মেট্রোয় পুরো শহর ভ্রমণ করলে এতে আপনার খরচ কিছুটা সাশ্রয় হবে। স্থানীয় খাবার যেমন ডিম টার্ট, ডিমলিং, ওয়ান টন নুডলস, এবং ডিমের তৈরি চায়ের স্বাদ নিতে ভুলবেন না। ভারতীয় পাসপোর্টধারীরা ১৪ দিনের জন্য ভিসা ফ্রি এন্ট্রি সুবিধা পান। ভ্রমণকারী হিসেবে আপনি ১৪ দিনের জন্যে হং কং ঘুরে নিতে পারেন কোনো ভিসা ছাড়াই। তবে প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা বাধ্যতামূলক), রিটার্ন ফ্লাইট টিকিট বা অন্য কোনো দেশের ভ্রমণের টিকিট, হোটেল বুকিংয়ের প্রমাণ বা থাকার ঠিকানা, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি।

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ

৭.শ্রীলঙ্কা
অত্যন্ত মনোমুগ্ধকর দেশ। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থাপত্যের অনন্য সংমিশ্রণ রয়েছে। হিন্দু ধর্মে বর্ণিত রাবণের লঙ্কা রাষ্ট্রই হলো আজকের শ্রীলঙ্কা। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষ এখানে বসবাস করেন। শ্রীলঙ্কা ভ্রমণে আপনি নিম্নলিখিত প্রধান স্থানে যেতে পারেন: ক্যান্ডি,সিগিরিয়া রক ফোর্ট্রস, নুয়ারা এলিয়া, গলে ফোর্ট, ইলা। স্থানীয় খাবারের মধ্যে কট্টু, হপারস, এবং রাইস অ্যান্ড কারি অবশ্যই চেখে দেখবেন। প্রিয় মানুষের সঙ্গে ঘুরে আসতে পারেন দক্ষিণের এই প্রতিবেশী রাষ্ট্র থেকে। ২০২৫ এর ফেব্রুয়ারী পর্যন্ত ভিসা ফ্রি রয়েছে ভারতীয়দের জন্যে।

বিয়ের পর হানিমুনে বিদেশ ভ্রমণ করতে চান! রইল ভিসা ফ্রি কিছু দেশের হদিশ