পুজোয় কম খরচে ঘুরে আসুন পাহাড়ে মোড়া অফবিট স্পট ‘দেওমালি’

সামনেই দুর্গা পুজো (Durga Puja)। আর পুজো মানেই একটা লম্বা ছুটি। দুই ধরনের বাঙালির দেখা মেলে পুজোর দিনগুলিতে। এক পুজোর দিনগুলিতে কলকাতা ছেড়ে বেরানোর নামই…

Deomali পুজোয় কম খরচে ঘুরে আসুন পাহাড়ে মোড়া অফবিট স্পট 'দেওমালি'

সামনেই দুর্গা পুজো (Durga Puja)। আর পুজো মানেই একটা লম্বা ছুটি। দুই ধরনের বাঙালির দেখা মেলে পুজোর দিনগুলিতে। এক পুজোর দিনগুলিতে কলকাতা ছেড়ে বেরানোর নামই করে না। অন্যটি সুযোগের সদ্ব্যবহার করেন। কারণ, এই লম্বা ছুটি সারা বছরে খুবই মেলে। তাই সুযোগ বুঝেই পগাড় পার। টিকিট কেটে নেন পাহাড় কিংবা সমুদ্রের। যেখানে আমাদের দেশে ভ্রমণের (Toursim) সংখ্যা কম নেই। যদিও কথাতেই তো আছে, বাঙালির পায়ের তলায় সর্ষে।

তাই পুজোর (Durga Puja) ছুটিতে ঘুরে আসুন পাহাড় থেকে। তেমনই এক সন্ধানের ঠিকানা হল ‘দেওমালি’ (Deomali)। মন মাতানো জায়গায় মনের মানুষের সঙ্গে পুজোর কটা দিন কাটিয়ে আসুন।

   

Read more দূরপাল্লার ট্রেন মিস হলে, আপনি কি সেই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? জানুন নতুন নিয়ম

পাহাড়ে মোড়া ‘দেওমালি’ (Deomali) রয়েছে পড়শি রাজ্য ওড়িশাতেই (Odisha)। পশ্চিমঘাট পর্বতমালার একটি শৃঙ্ঘ ‘দেওমালি’ (Deomali)। ‘দেওমালি’ যাওয়ার রাস্তা মুগ্ধ করবে পর্যটকদের। চারপাশে সবুজ জঙ্গল (Forest)। আর সবুজ পাহাড়। তার সঙ্গে যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই।

WhatsApp Image 2024 10 05 at 10.41.36 7c3b8f29 পুজোয় কম খরচে ঘুরে আসুন পাহাড়ে মোড়া অফবিট স্পট 'দেওমালি'
চিত্র : প্রতিবেদক

‘দেওমালি’ (Deomali) ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। মূলত আদিবাসী এলাকা। এখানে অধিকাংশ গ্রামই আদিবাসী অধ্যুষিত। সেকারণে আরও বৈচিত্রময় কোরাপুট (Koraput)। ওড়িশার এক অন্য সৌন্দর্য। সঙ্গে রয়েছে একাধিক ভিউ পয়েন্ট। তবে দেশ বিদেশের অনেকেই চেনেন ওড়িশার স্বর্গ বলে। যদিও কলকাতা থেকে বেশি দূরে নয় এই দেওমালির দূরত্ব। ভাবছেন যাবেন কি ভাবে? আমি বলছি যাওয়ার ঠিকানা

Read More ট্রেনে বসে সহজেই পছন্দের খাবার অর্ডার করুন, কিন্তু কিভাবে?

কলকাতা (Kolkata) থেকে যাত্রা মাত্র একদিনের। হাওড়া স্টেশন থেকে রাটি ১০.৩০ মিনিটে ট্রেন সমলেশ্বরী। পরদিন সন্ধ্যা বেলায় ট্রেন গিয়ে পৌঁছাবে কফির দেশ কোরাপুটে (Koraput)। সেখানে নেমে এক রাটি কাটাতে হবে কোরাপুটের হোটেলে। স্টেশন লাগোয়া বেশ কিছু হোটেল রয়েছে। হোটেল ভাড়া ১০০০ টাকার মধ্যে। রাতের খাওয়া দাওয়া যায় বেশ সস্তায়। কোরাপুট পৌঁছানোর পরদিন সকালেই বেরিয়ে পড়তে হবে দেওমালির উদ্দেশে।

কোরাপুট (Koraput) থেকে বাস ধরে কিংবা গাড়ি বুক করে যেতে হবে। গাড়ি বুকিং করে গেলেই বেশ ভালো। কারণ গাড়িতে যেতে যেতে দেখতে পাওয়া যাবে প্রকৃতির (Nature) বিচিত্র রূপ। সেমলিগুদা থেকে অন্দ্রপ্রদেশ যাওয়ার রাস্তায় ১৫ কিমি পর থেকে রয়েছে দেওমালি যাওয়ার দিকনির্দেশ সর্বত্র চিহ্নিত। কোরাপুট থেকে আনুমানিক এক ঘন্টার রাস্তা। যদিও প্রবেশদ্বার থেকে দেওমালির চূড়া ৩ কিমি দূরে।

Read More ‘দীপাবলি-ছট’ ভ্রমণের সময় রেলের টিকিট সঙ্গে রাখুন, অন্যথায় হতে পারে ছয় মাসের জেল

সেখানে পৌঁছাতে হলে হাঁটতে হবে প্রায় ২০ মিনিট। তারপরেই স্বাদ পাবেন দেওমালির (Deomali) সেই বৈচিত্র্যময় রূপের। যদিও তাপমাত্রা খুব দ্রুত নেমে যায় এখানে। তাই ঠান্ডার জামা-কাপড় নিয়ে যেতে মোটেই ভুলবেন না। হয়তো আপনি এখানে উদ্ভিদ এবং প্রাণীজগতের সমৃদ্ধ বৈচিত্র্য খুঁজে পেতে পারেন। তাই পুজোর ছুটির ফাঁকে একবার ঘুরে আসুন ওড়িশার স্বর্গ দেওমালি (Deomali) থেকে।