Monday, December 8, 2025
HomeLifestyleBijanbari: গরমের ডেস্টিনেশন ঘুরে আসুন হিলস্টেশন বিজনবাড়ি থেকে

Bijanbari: গরমের ডেস্টিনেশন ঘুরে আসুন হিলস্টেশন বিজনবাড়ি থেকে

- Advertisement -

কলকাতায় হাঁসফাঁস গরমে নাজেহাল? তাহলে দুদিনের জন্য ঘুরে আসুন বিজনবাড়ি থেকে। এখানে গেলে মনে আসবে প্রশান্তি। বেড়াতে যেতে কে না ভালবাসেন! রোজকার একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে জীবনে। কাজেই হাওয়া বদল জরুরি। ছোট্ট ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন হয়ে ওঠে চনমনে। কেউ যেমন অরণ্যের গভীরে আশ্রয় নেন, কেউ বেড়াতে যান পাহাড়ের কোলে। আবার সমুদ্রও ভালবাসেন অনেকে। বিজনবাড়ি (Bijanbari) থেকে ঘুরে আসুন।

পাহাড়ের মধ্যে উত্তরবঙ্গ অনেকের প্রিয়। রাতে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পরদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামুন। স্টেশনের বাইরেই পাওয়া যায় ভাড়ার গাড়ি। রোহিনি পেরোনোর পর থেকেই চোখ জুড়োবে সবুজে। যান পাহাড় পোস দেবে ছবি তোলার জন্য। রোহিনির টিম্বুর রেস্তোরাঁয় মোমো খেয়ে দেখতে পারেন। স্বাদ আজীবন লেগে থাকবে জিভে।

   

এরপর গাড়িতে চেপে সোজা পৌঁছে যান বিজনবাড়িতে। দার্জিলিঙের কাছে এই পর্যটন ঠিকানাটি এখন অনেকের কাছেই সুপরিচিত। খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই গরমে বেড়াতে যাওয়া সেরা ঠিকানা বিজনবাড়ি। দার্জিলিঙে যখন বেশ ভিড় তখন বিজনবাড়ি কোলাহলমুক্ত ও নির্জন।

কলকাতায় যা গরম পড়েছে তাই বেড়াতে যেতে আর দেরি না করাই ভালো। তবে আগে থেকে টিকিট কেটে না রাখলে ভালো। বিজনবাড়িতে এখন গড়ে উঠেছে ছোটবড় নানা মানের হোম স্টে। চাহিদা মতো থাকার জায়গা পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন? আজই ট্যুর প্ল্যান করে ফেলুন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular