Keonjhar: ছোট্ট ছুটিতে ঘুরে আসুন কেওনঝড় থেকে

Keonjhar

বেড়াতে যেতে কে না ভালোবাসেন! দু’দিনের ছুটি পেলেই ঘর ছেড়ে বেড়িয়ে পড়তে ইচ্ছে করে প্রকৃতি প্রেমিকদের। মন ছুটে যায় দূর পাহাড়ে, কিন্তু হাতে যদি ছুটি বেশি না থাকে তাহলে কী করবেন? সেক্ষেত্রে যতেই হবে বাড়ির কাছে আরশিনগরে। ছোট্ট ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কেওনঝড় (Keonjhar) থেকে।

রোজকার একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে জীবনে। কাজেই হাওয়া বদল জরুরি। ছোট্ট ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন হয়ে ওঠে চনমনে। কেউ যেমন অরণ্যের গভীরে আশ্রয় নেন, কেউ বেড়াতে যান পাহাড়ের কোলে। আবার সমুদ্রও ভালবাসেন অনেকে। কিন্তু জানেন কি বাড়ির কাছেই আপনার জন্য অপেক্ষা আশ্চর্য এক জলপ্রপাত।

   

পাহাড় ও জঙ্গল ঘেরা পরিবেশ আপনার মন মুগ্ধ করে দেবে। একাধিক জলপ্রপাত কেওনঝড়ের আকর্ষণ বাড়িয়েছে। এখানে যেতে হলে হাওড়া থেকে পুরীগামী ট্রেন ধরে খুরদা রোড স্টেশনে নামুন। সেখান থেকে ভাড়ার গাড়িতে সহজেই পৌঁছনো যায় কেওনঝড়। এখানে একাধিক জনজাতির বসবাস। তাদের জীবনবৈচিত্র দেখে ভরে উঠবে মন।

স্থানীয় জগন্নাথ মন্দিরে অনেকেই পুজো দিতে যান। পর্যটকদের জন্য এই জগন্নাথ মন্দিরও গন্তব্যক্ষেত্র। কাছাকাছির মধ্যে হাঁড়িভাঙা, খিচিং, মুর্গামহাদেব-সহ নানা জলপ্রপাত দেখে নিতে পারেন। তাহলে আর দেরি কেন, আজই বেড়াতে যাওয়া টিকিট কেটে ফেলুন!

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন