Monsoon: বর্ষাকালে বাড়ির দেওয়াল ভিজে গেছে! বিদ্যুতের বোর্ডে হাত দেওয়ার আগে দেখে নিন নিয়ম

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে প্রবেশ করেছে বর্ষা। বর্ষাকাল মানেই চারিদিকে স্যাঁতস্যাতে আবহাওয়া। বর্ষাকালে গরম থেকে মুক্তি মিললেও বিভিন্ন ধরনের সমস্যা আরো বেড়ে যায় তার মধ্যে…

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে প্রবেশ করেছে বর্ষা। বর্ষাকাল মানেই চারিদিকে স্যাঁতস্যাতে আবহাওয়া। বর্ষাকালে গরম থেকে মুক্তি মিললেও বিভিন্ন ধরনের সমস্যা আরো বেড়ে যায় তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎপৃষ্ট হওয়ার সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় বর্ষাকালে বাড়ির সুইচে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে।

তাই বর্ষাকালে একটু সাবধানতা অবলম্বন করা ভালো। প্রধান তো বর্ষাকালে আমাদের বাড়ির দেওয়াল ভিজে থাকে এবং ছাদে অনেক ক্ষেত্রে জল জমে থাকে সেই জল আস্তে আস্তে বাড়ির দেয়াল এর মধ্যে থাকা ফাটলের মধ্য দিয়ে বৈদ্যুতিক সরঞ্জামকে নষ্ট করে দেয়। আর সেই সময় যদি আমরা সুইচে হাত দিই তাহলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে।

   

তাই বর্ষা করে বাড়ির দেওয়ালে ভালো করে লক্ষ্য করতে হবে যদি বিদ্যুৎ বোর্ড সংলগ্ন দেয়ালে স্বেচ্ছাতে ভাব থাকে তাহলে ভালোভাবে উপযুক্ত সরঞ্জাম নিয়ে বিদ্যুতের বোর্ডে হাত দেওয়া উচিত। তাছাড়া বর্ষাকালে আমাদের ঘরের আবহাওয়া সাথে হয়ে ওঠে সে কারণে অনেক ক্ষেত্রে নিজে থেকে হালকা জল বেরোতে দেখা যায়।

Advertisements

আপনার বাড়িতে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বিদ্যুতের বোর্ডে হাত দেওয়ার আগে পায় চটি পড়ে নেওয়া খুবই জরুরি। অন্যদিকে লক্ষ্য রাখতে হবে বাড়ির আর্থিং এর উপর। এই আর্থিং অনেক ক্ষেত্রে বিদ্যুৎপৃষ্ট হওয়ার থেকে রক্ষা করে আমাদের। তাই আপনার বাড়ি আর্থিং ঠিক রয়েছে কিনা সেটা টেকনিশিয়ান ডেকে পরীক্ষা করিয়ে নেওয়া ভালো।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News