কম্পিউটার স্লো হয়ে গিয়েছে! এই পদ্ধতি মেনে চললেই কেল্লা ফতে

সাম্প্রতিক সময়ে কোন কিছুই প্রযুক্তি ছাড়া চলে না। তাই জীবনের প্রতিটা কাজে ল্যাপটপ কিংবা কম্পিউটারের মতো যন্ত্র প্রয়োজন। বর্তমান সময়ে সব কিছুই কম্পিউটার নির্ভর। পড়াশোনা…

Indian office girl working on computer

সাম্প্রতিক সময়ে কোন কিছুই প্রযুক্তি ছাড়া চলে না। তাই জীবনের প্রতিটা কাজে ল্যাপটপ কিংবা কম্পিউটারের মতো যন্ত্র প্রয়োজন। বর্তমান সময়ে সব কিছুই কম্পিউটার নির্ভর। পড়াশোনা থেকে শুরু করে অফিসে কাজকর্ম সব ক্ষেত্রেই এর ব্যবহার চোখে পড়ে। কিন্তু মাঝেমধ্যেই ল্যাপটপ কিংবা কম্পিউটার স্লো হয়ে যায় যাকে আমরা হ্যাং বলে থাকি।

Advertisements

আর সেই সময় আমাদের মধ্যে অনেকেই রিফ্রেশ বাটানটি বারবার ক্লিক করেন। অনেকেই মনে করেন এর ফলে ল্যাপটপ কিংবা কম্পিউটার অনেকটাই গতি ফিরে পাবে। তবে এই ধারণা যে পুরোপুরি ভুল সে কথা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। কম্পিউটার বিশেষজ্ঞরা বলছেন, রিফ্রেশ বাটন বারবার ক্লিক করার ফলে শুধুমাত্র ডিসপ্লে এরিয়া রিফ্রেশ হয়, এর সাথে মেমোরি পরিষ্কার করার কোন সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার সাধারণত অতিরিক্ত পরিমাণে ওয়ার্ক লোডের ফলেই হ্যাং করে তাছাড়া যন্ত্রাংশের মেমরি যদি ফুল হয়ে যায় সে ক্ষেত্রে সিস্টেম স্লো হয়ে যাওয়ার মত একটা সমস্যা দেখা দেয়। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমেই আপনার সিস্টেমে থাকা অপ্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডার ডিলিট করে দিন। যার ফলে আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপ এর মেমোরি নিজে থেকেই ক্লিয়ার হয়ে যাবে।

অন্যদিকে অনেক সময় আমাদের অজান্তে ল্যাপটপ কিংবা ডেক্সটপে অনেক রকম জাঙ্ক ফাইল জায়গা খেয়ে বসে থাকে। তাই মাঝে মধ্যে সেই দিকে লক্ষ্য রাখা খুবই প্রয়োজনীয়। বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের ফলেও সিস্টেম স্লো হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তাই ইন্টারনেটের সাহায্যে যাতে ভাইরাস কোনভাবেই সিস্টেমে প্রবেশ করতে না পারে সেজন্য অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে লোড করে রাখা প্রয়োজন।