Rathayatra: এই সময় পুজো করলেই তুষ্ট হবেন জগন্নাথদেব

ওড়িশায় ধুমধাম করে পালিত হয় রথযাত্রা (Rathayatra) উৎসব। বাদ পরে না অন্যান্য রাজ্যগুলিও। আট থেকে আশি সকলেই রথের দড়িতে টান দিতে একজোট হন। সঙ্গে চলে…

Rathayatra jagannnath

ওড়িশায় ধুমধাম করে পালিত হয় রথযাত্রা (Rathayatra) উৎসব। বাদ পরে না অন্যান্য রাজ্যগুলিও। আট থেকে আশি সকলেই রথের দড়িতে টান দিতে একজোট হন। সঙ্গে চলে জমিয়ে রথের মেলা, জিলেপি আর তেলেভাজা খাওয়া। পাড়ায় পাড়ায় দেখা মেলে রঙিন কাগজে মোড়া, ফুলসজ্জিত একতলা, দোতলা, তেতলা রথ। ওই রথের সারথি সহ ভিতরের দেবদেবীগণ উভয়েই খুদে। বিকেল হলেই কচি হাতের টানে এগিয়ে চলে রথের চাকা। পথ চলতি বড়রাও দু’হাত জোড় করে প্রনাম করেন রথের দড়ি টেনে। ভগবানের উদ্দেশে প্রানামী দিতেও ভোলেন না তারা। আর সেই ১টাকা, ২টাকা, ৫টাকা প্রনামী পেয়েই বেজায় খুশি হয় রথের মালিকগন। সেই প্রাপ্ত টাকা দিয়েই আবার উল্টো রথের পুজোর আয়োজন। আসলে রথযাত্রা শুধুমাত্র একটা উৎসবই নয়, এটা একটা আবেগও বটে। তবে এসব ছাড়িয়ে কোনও সময় থাকছে রথযাত্রার শুভসময়। যখন আপনি আরাধনা করবেন প্রভু জগন্নাথের

তাহলে আর দেরি না করে বিস্তরে জেনে নেওয়া যাক, এ বছর রথযাত্রার নির্ঘণ্ট।

বাংলা পঞ্জিকা মতে রথযাত্রার সময়সূচীঃ

১ জুলাই (১০ আষাঢ়), শুক্রবার। দ্বিতীয়া শুরু ৩০ জুন ঘ ৯/৭/৪-এ এবং শেষ ১ জুলাই ঘ ১১/১/৫৬ মিনিটে।
উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) – ৯ জুলাই (১৮ আষাঢ়), শনিবার।