রোজ রাতে মেনে চলুন এই নিয়ম,তাহলে কোনও রোগই আপনার কাছে ঘেঁষতে পারবে না

আজকাল কার দিনে সকলেই ব্যস্ত নিজের কর্মজীবন নিয়ে৷ একদিকে অফিসের কাজ তো আবার অন্যদিকে সংসারের চাপ৷ দুদিক ব্যালেন্স করে চলতে সকলকেই রীতিমতো সমস্যায় পরতে হচ্ছে৷…

আজকাল কার দিনে সকলেই ব্যস্ত নিজের কর্মজীবন নিয়ে৷ একদিকে অফিসের কাজ তো আবার অন্যদিকে সংসারের চাপ৷ দুদিক ব্যালেন্স করে চলতে সকলকেই রীতিমতো সমস্যায় পরতে হচ্ছে৷ এই ব্যস্ত জীবনযাত্রায় শরীরচর্চা করার সময় নেই কারোর হাতেই। কিন্তু শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে সকলেই চান৷ তবে চিন্তা নেই সকলকেই মানতে হবে বেশ কিছু নিয়ম৷

সকলের মনেই একটাই প্রশ্ন তাহলে কী করবেন? চিন্তার কিছু নেই খুব সহজেই শুধু রোজ রাতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম৷ তাহলে কোনও রোাগই আপনার কাছে ঘেঁষতে পারবে না৷  সেটা যে কোনও বয়সেই আপনি এই নিয়ম মানতে পারেন৷ জানেন সেগুলি কী কী?

   

মাঝরাতের খিদে –

আজকের দিনে বহু মানুষকেই রাতে অফিসের কাজ করতে হয়৷ তাই ঘন্টার পর ঘন্টা অফিসের কাজ তো শুধু করা যায়না৷ তার সঙ্গে চলে টুকটাক খাওয়া৷ বিশেষ করে রাত বাড়লেই ডাক দেয় পেটের ছুঁচোগুলো। অগত্যা কিছু না কিছু খাওয়া হয়৷ আর এতেই ঘটে সমস্যা৷ । অসময়ে খাওয়া-দাওয়ার পর ফলে গ্যাস-অম্বলের মতো সমস্যা হয়ে ওঠে নিত্যসঙ্গী। তাই এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে সকলকে৷

ঘুমের দিকে নজর দিন –
রাত জেগে অফিসের কাজের পাশাপাশি সিরিজ দেখার চল অনেকের মধ্যেই রয়েছে৷ এত ব্যস্ততার কারণে রাতে প্রায় ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে ওঠে৷ তাই এই রুটিনকে বদল করতেই হবে৷ কারণ শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের দরকার৷ তাই অবশ্যই রাতে ৬ঘণ্টার টানা ঘুম নিশ্চিত করুন।