Home Lifestyle Digestion Naturally: বদ হজম থেকে মুক্তি পেতে চিবোতে পারেন পান, ফল মিলবে...

Digestion Naturally: বদ হজম থেকে মুক্তি পেতে চিবোতে পারেন পান, ফল মিলবে হাতেনাতে

Chewing Betel Nut for Better Digestion: Effectiveness and Benefits

Digestion Naturally: বাঙালির পেট পুজো মানেই হাজার রকমের পদ, ভাজা থেকে শুরু করে নানা ধরনের তরিতরকারি। সাথে অবশ্য কচি পাঠার ঝোল পেলে কথায় নেই, তবে শেষ পাতে কিন্তু মুখশুদ্ধি চাই। আর ভুঁড়ি ভোজের পর কুখশুদ্ধি হিসাবে পানের প্রচলন রয়েছে বহু যুগ ধরেই। শুধু বাঙালি বলে নয়, পাশাপাশি বিহার থেকে শুরু করে মধ্যপ্রদেশ সব জায়গাতেই এর প্রচলন রয়েছে।

Advertisements

সাধারণত পান মুখশুদ্ধি হিসাবে কাজ করলেও এর মধ্যে রয়েছে আরও অনেক গুণ যা আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। পান পাতা আমাদের শরীরে আদ্রতা বজায় রাখতে সাহায্য করে, ঠিক সেই কারণে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

   

অন্যদিকে হজমের গোলমাল সারিয়ে তুলতেও সাহায্য করে পান পাতা। পানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল, যা মুখগহ্বরের স্বাস্থ্য ভালো রাখে। একই সাথে দাঁতের যত্ন নিতেও সাহায্য করে পান। আমরা প্রায় সকলেই মিষ্টি পান খেতে ভালোবাসি, আর দুপুরে একটু ভারি খাওয়া হলে তো কথাই নেই। যেকোনো ধরনের পান পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

আমাদের হৃদ যন্ত্র থেকে শুরু করে ফুসফুস সবার খেয়াল রাখে পান। হাঁপানি দূর করতেও সাহায্য করে পান। তাছাড়া রক্তে শর্করার মাত্রা নির্ধারণে বিশেষ ভূমিকা নেয় এই মূখশুদ্ধি। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতেও পানের ওপর ভরসা রাখতে বলছেন বিশেষজ্ঞরা।

Advertisements