Hot Oil Hand Treatment: আমরা সকলেই জীবনে একবার না একবার ছ্যাঁকা খেয়েছি। আর ছ্যাঁকা খাওয়ার ফলে যে ফোসকা পড়েনি এমনটা নয়। উৎসব অনুষ্ঠানে বাজি ফাটাতে গিয়ে কিংবা বাড়িতে রান্না করতে গিয়ে আগুনের সম্মুখীন আমরা সকলেই হয়ে থাকি। অনেক সময় গরম করায় কিংবা গরম তেল হাতের মধ্যে পড়ে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে যায়।
আর জানার যন্ত্রণা যে কি রকম ভয়ংকর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে ছ্যাঁকা খাওয়ার থেকে ভয়ংকর হলো ফোসকা পড়া কারণ চামড়ার মধ্যে জল জমে ফোসকার সৃষ্টি হয়। কোন কারনে যদি সেই জায়গায় আঘাত লাগে তাহলে তা আরো মারাত্মক রূপ ধারণ করে।
ছ্যাঁকা খাওয়ার সাথে সাথে বড় কিংবা ঠান্ডা জল দিয়ে অনেক সময় কাজ হয় না তবে ঘরোয়া কিছু নিয়ম মাথায় রাখলে অন্তত ফোসকা পড়ার হাত থেকে রেহাই পাবেন আপনিও। আমাদের সকলের বাড়িতে মধু থাকে মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
যা ত্বকের জ্বালা ভাব সঙ্গে সঙ্গে কমিয়ে আনতে পারে ফলে ফোসকা পড়ার সম্ভব না অনেকটাই কমে যায়। তাছাড়া লাল চা ত্বকের জ্বালা ভাব কমিয়ে আনতে সাহায্য করে। তাই ছ্যাঁকা লাগলে প্রথমেই সেই জায়গায় সামান্য পরিমাণে লাল চা জলে ভিজিয়ে দিয়ে দিন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার জ্বালা ভাব অনেকটা কমে গিয়েছে।