বিপদের আশঙ্কা, বাড়তে পারে প্রেম! পা ফেলুন সাবধানে!

Today’s horoscope

আজ সোমবার হল দেবাদিদেব মহাদেবের বার। মহাদেবের কৃপায় কাদের দিন কাটবে ভালো (Daily Horoscope) তা জানুন। ১৬ সেপ্টেম্বর ২০২৪ দিনটা হল ভাদ্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনটি কন্যা সংক্রান্তি নামে পরিচিত। রবি যোগ, ধৃতি যোগ ও সুকর্ম যোগের প্রভাব থাকবে কাল।

বৃষ রাশি: কালকের দিনটি আপনার জন্য বেশ লাভজনক হতে চলেছে। ভাগ্য সহায় থাকবে আপনার। পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্য আসতে চলেছে ।

   

তুলা রাশি: আর্থিক ভাবে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। কোথাও বেড়াতে যাবার সম্ভাবনা রয়েছে। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে।

ধনু রাশি: ধর্মীয় বিষয়ে বাড়বে আগ্রহ। কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হলেও সমাধান করে ফেলতে পারবেন।

মকর রাশি: আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। আজ আর্থিক ভাবে লাভবান হবেন মকর রাশির জাতকরা। ব্যবসায়িক দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি: ভ্রমণে বাধা পড়তে পারে, তাই পা ফেলুন সাবধানে। বাড়তি উপার্জনের ক্ষেত্রে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। প্রিয়বন্ধুর সঙ্গলাভে আনন্দ পাবেন।

মেষ রাশি: সবমিলিয়ে আপনার দিনটি ভালোই কাটবে। তবে আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। ভয়কে জয় করে এগিয়ে যান।

মিথুন রাশি: আজ যা করবেন খুব সাবধানে করুন। বিপদের আশঙ্কা রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে দিনটি খুব শুভ।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন