আর্থিক উন্নতির সুযোগ রয়েছে, কাজে লেগে পড়ুন!

horoscope

আজ ভাদ্র মাসের শুক্লা একাদশী। আজ ১৪ সেপ্টেম্বর সারাদিন চন্দ্র মকর রাশিতে বিরাজ করবে। আজকের দিনটি পরিবর্তিনী একাদশী নামে সুপ্রসিদ্ধ। উত্তর আষাঢ় নক্ষত্র ও পরে শ্রবণা নক্ষত্রের প্রভাবও থাকবে আজ। শনিদেব হলেন কর্মফলের দেবতা।

বৃষ রাশি: সংসার জীবনের সব সমস্যা থেকে মুক্ত হবেন আপনি। ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনে। অতিরিক্ত অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে।

   

সিংহ রাশি: টাকা বিনিয়োগের জন্য খুব সুদিন। ব্যবসায়ীদের নিজেদের টার্গেট পূরণ করার সম্ভাবনা রয়েছে। আজ যা সিদ্ধান্ত নেবেন তা আপনার জন্য অদূর ভবিষ্যতে খুব লাভবান হবে।

মকর রাশি: আজ সন্তান সুখ লাভ করবেন আপনি। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার। সকল কাজে সাফল্য পাবেন আপনি।

মীন রাশি: সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে কঠিন কাজ সহজেই আপনি হাসিল করতে পারবেন। আচমকা অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। ধর্মীয় স্থানে সফরে যেতে পারেন আপনি।

কন্যা রাশি: কৃষিকাজে সাফল্য পাবার দূর্দান্ত সম্ভাবনা রয়েছে। আইনি ঝঞ্ঝাটের হাত থেকেও মুক্তি পেতে পারেন। বাড়তি উপার্জনের যোগ রয়েছে।

বৃশ্চিক রাশি: ব্যবসার ক্ষেত্রে আজ আপনার বিতর্কে না জড়ানোই ভালো। বন্ধুর খারাপ আচরণে মর্মাহত হতে পারেন। প্রয়োজনীয় বিষয়ে কোনওরকম আপোস না করেই এগিয়ে যান।

ধনু রাশি: আর্থিক উন্নতির জন্য খুব ভাল সময় এটা। স্ত্রীর কোনও কাজে শান্তি পাবেন। শত্রু থেকে সাবধান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন