সোমবার হল মহাদেবের বার। এই দিন নির্জলা উপোস থেকে শিবের মাথায় জল (Daily Horoscope) ঢাললে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যা সহজেই শিব ঠাকুরকে ক্ষুব্ধ করতে পারে। শিবঠাকুরকে কখনও কেতকী ফুল অর্পণ করতে নেই।
তুলসীপাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না। শিবের পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়াও আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। জানুন আজ মাঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যোগে ভাগ্য বদল হবে কোন কোন রাশির।
মকর রাশি: আজ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে তেমন লাভের সম্ভাবনা নেই। আপনাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। বাইরের পরিবেশ সর্বদা প্রতিকূল থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে।
ধনু রাশি: আজ আপনাকে পেটের সমস্যায় ভুগতে হতে পারে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। সকলের সঙ্গে বুঝেশুনে কথা বলুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি: আজ কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব নিয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তাই সচেতন ও সংগঠিত থাকা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সমস্যার জন্য বিপুল অর্থ খরচ হতে পারে। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় কিছু বাধা আসতে পারে, তাই নমনীয়তা বজায় রাখুন। ব্যয়ের প্রতি নজর দিন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
কন্যা রাশি: অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন আজ আপনার ভালো হবে। স্বার্থত্যাগ করে অপরকে খুশি করতে হতে পারে। আবেগের বশে কোনও কাজ করবেন না। সবার আগে নিজের কথা ভেবে চলুন।
সিংহ রাশি: আজ সারাদিন খুব সাবধানে থাকুন। যেকোনও কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকুন। আজ আপনার ইচ্ছাপূরণের দিন। যা চাইবেন তাইই হবে। জটিল সমস্যা আপনার জন্য অপেক্ষা করে আছে, বুঝেশুনে পা ফেলুন।
মেষ রাশি: চোখের ব্যাথা আপনাকে কাতর করে তুলতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি আরও বৃহত্তর সুযোগ পেতে পারেন। যেকোনও রকমের আইনি সমস্যা থেকে দূরে থাকুন। মানহানি হতে পারে আপনার আজ।
কর্কট রাশি: বেকারত্ব ঘুচে যাবার আজ প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনি যত পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। বুঝেশুনে কথা বলুন, নাহলেই ঝগড়া হতে পারে। পেটের সমস্যা আপনাকে কাবু করতে পারে।
মীন রাশি: আজ সংসারের সকল সমস্যার সমাধান পাবেন আপনি। ধৈর্য্য ধরুন, তার ফলও পাবেন আপনি। সহজেই ঠকে যেতে পারেন, তাই সাবধান থাকুন। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করলে তার ফল আপনাকেই ভোগ করতে হবে।
বৃষ রাশি: প্রেমের বিষয়ে যেকোনও সিদ্ধান্ত নেবার আগে ভাবনা-চিন্তা করুন। যেকোনও কাজের চেষ্টা করতে পারেন, ভালো ফল পাবেন। বিষয়-সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়াতে পারেন।
কুম্ভ রাশি: আপনার মিষ্টি ব্যবহারই আপনার সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে। নিজের ব্যবহারের কারণেই আজ সম্মানিত হতে পারেন আপনি। কর্মক্ষেত্রে মানিয়ে-গুছিয়ে চলুন।
মিথুন রাশি: স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। সপরিবারে ভ্রমণে যাবার উদ্দেশ্য সফল হতে পারে। চাকরির স্থান বদলি হবার সম্ভাবনা রয়েছে।