Holi Care: দোল খেলতে হলে মুখে-মাথায় লাগান এই তেল, ত্বক ও চুল সতেজ থাকবে

Holi Care

Holi Care: দোল খেললেই আজকের কেমিক্যাল যুক্ত রং আমাদের ত্বকের, মাথার চুলেও অবস্থা খারাপ করে দেয়। তাই এই বিপদ থেকে বাঁচতে অল্প পরিমাণে মুখে ও মাথায় এই তেল লাগালেই কিন্তু উপকার পাবেন।

নারকেল তেল

দোল খেলার আগে নারকেল তেল লাগিয়ে আপনার চুল ও ত্বক ভালোভাবে ম্যাসাজ করুন। প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন নারকেল তেলে সমৃদ্ধ নারকেল তেল চুল এবং ত্বকের ফলিকলে পৌঁছে ত্বকের ছিদ্রে ময়লা জমতে দেয় না। ত্বক ও চুলও কেমিক্যালযুক্ত রংয়ের সংস্পর্শ পায় না।

   

অলিভ তেল (Olive Oil)

রং খেলার আগে অলিভ অয়েল ব্যবহার করা ভালো। ভিটামিন ই এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অলিভ অয়েল, আপনার চুল ও ত্বককে সুন্দর রাখবে।

বাদাম তেল

দোল খেলতে যাওয়ার আগে মুখে বাদাম তেল লাগাবেন। চাইলে চুলেও লাগাতে পারেন। ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই বাদাম তেল চুলকে ময়েশ্চারাইজ করে চুল ও ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে চুলকে বাড়িয়েও দেয়।

ক্যাস্টর অয়েল

হোলিতে ত্বক ও চুলের জন্য ক্যাস্টর অয়েলও ব্যবহার করা যেতে পারে। ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এই ক্যাস্টর অয়েল আপনার ত্বকে ও চুলে রঙের প্রভাব কমিয়ে দেবে।

তবে মনে রাখবেন, অ্যালার্জি থাকলে রং খেলবেন না। সেক্ষেত্রেও তেলও কোনও উপকার করতে পারবে না। কিংবা রঙে অ্যালার্জি না থাকলেও অনেক সময় অনেকের বিভিন্ন তেলেও অ্যালার্জি থাকে। সেগুলিও মাথায় রাখবেন অবশ্যই (Holi Care)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন