Mosquito Repellent Plants: শীত কিংবা গ্রীষ্ম ভোর হলেই শুরু হয় মশার উপদ্রব। ঘুমের ব্যাঘাতের পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য অসুস্থতার আশঙ্কা বাড়ে। অতিষ্ট হয়ে মশা মারার কয়েল, তেল ব্যবহার করেও আজকাল আর লাভ হচ্ছে না। মশাও কামড়াচ্ছে। অসুস্থতা বাড়ছে। কারণ ওই মশা মারার উপাদান আমাদের শরীরের ক্ষতি করে। তাই এই ধরনের ক্ষতিকর উপাদানগুলো ব্যবহার না করে বাড়িতে লাগিয়ে ফেলুন এই গাছগুলি। ধারেকাছে ঘেঁষবে না মশার বংশ (Mosquito Repellent Plants)।
পুদিনা
খাবারের পাশাপাশি মশা তাড়াতেও পুদিনা কাজে লাগে। এই পাতার গন্ধ মশা, মাছি সহ্য করতে পারে না বলে এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবেও ব্যবহার করা হয় (Mosquito Repellent Plants)।
রোজমেরি
ঘরের সৌন্দর্য্য রক্ষার পাশাপাশি মশা তাড়ানোর ক্ষেত্রেও খুবই কার্যকর রোজমেরি। এই গাছের গন্ধে বাড়িতে মশা, মাছি এমনকি মথও আসেনা (Mosquito Repellent Plants)।
গাঁদা
গাঁদা গাছের পাতা এ্যান্টিসেপ্টিক ওষুধ হিসাবে ব্যবহার করা গাঁদা ফুলের গন্ধ রয়েছে পিঁপড়ে, মাছি বা অন্য পোকার মতো মশাদের দূর করতে সাহায্য করে।
ক্যাটনিপ
ক্যাটনিপ (Mosquito Repellent Plants) গাছে উপস্থিত নেপিট্যাল্যাক্টন নামক প্রাকৃতিক উদ্ভিজ কেমিক্যাল যা মশা, মাছি, পোকামাকড়কে দূরে রাখে। মনে রাখবেন, ক্যাটনিপ কাছের গন্ধ কিন্তু বিড়ালের খুব প্রিয়।
ল্যাভেন্ডার
ল্যাভেন্ডারের অত্যধিক সুমিষ্ট গন্ধ কিন্তু মশা, মাছি সহ অন্যান্য কীটপতঙ্গ একেবারেই সহ্য করতে পারে না। তাই বাড়ীতে এই ল্যাভেন্ডার গাছ লাগিয়ে দেখুন। একটাও মশা ঘরে ঢোকার সাহসই পাবে না।