Fridge Foul Smell: ফ্রিজ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পরিষ্কার করুন এই নিয়মে

বর্তমানে আমাদের বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক সামগ্রিক হয়েছে তার মধ্যে অন্যতম হলো ফ্রিজ সাম্প্রতিক সময়ে প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে এই বৈদ্যুতিক যন্ত্র কারণ প্রতিদিনের বেঁচে যাওয়া খাবার থেকে শুরু করে কাঁচা শাকসবজি এবং মাছ মাংস সবই দীর্ঘদিন টাটকা এবং কাজা রাখে এই বৈদ্যুতিক যন্ত্র।

তবে মাঝেমধ্যে ফ্রিজের খেয়াল রাখা দরকার। বিশেষ করে বর্ষাকালে যদি ফ্রিজের খেয়াল না রাখা হয় তাহলে সহজে ফ্রিজের মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেয়। তবে ফ্রিজ তুই কি করে পরিষ্কার করতে হয় সেটা অবশ্য অনেকেরই অজানা। প্রথমত একটি নরম কাপড় গরম জলে ভিজে নিতে হবে সে কাপড় দিয়ে সহজেই আপনার ফ্রিজের মধ্যে থাকা দাগ পরিষ্কার হয়ে যাবে।

   

অন্যদিকে অনেক সময় ফ্রিজের মধ্যে এমন দাগ পড়ে যায় যা সহজে উঠতে চায় না সে ক্ষেত্রে ভিনেগারের ব্যবহার না যেতে পারে। ফ্রিজের দাগ তুলতে ভিনেগারের জুড়ি মেলা ভার। এক কাপ জলে এক চামচ ভিনেগার সহজেই আপনার ফ্রিজের মধ্যে জমে থাকা জেদি দাগ তুলে দিতে পারে।

তাছাড়া ফ্রিজের মধ্যে যে স্থানে সব থেকে বেশি ব্যাকটেরিয়া জন্ম নেয় সেটি হল ফ্রিজের গ্যাসকেট। তাই দু মাসে একবার ফ্রিজের গ্যাসকেট খুলে গরম জলে ধুয়ে নেওয়া ভালো। অন্যদিকে ব্যবহার করা যেতে পারে, ডিটারজেন্ট এবং ভিনেগার। এই মিশ্রণ খুব সহজেই ফ্রিজের মধ্যে থাকা হলুদ দাগ তুলে দেয়। তাছাড়া ফ্রিজের মধ্যে আসতে গন্ধ দূর করতে এক টুকরো পাতি লেবু যথেষ্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন