কীভাবে কমাবেন ইলেকট্রিক বিল, জেনে নিন কিছু ম্যাজিকাল টিপস

আপনি কি খুব চিন্তিত? বাড়ির বিদ্যুতের (Electricity) বিল বেশি আসছে? কারণ দিনের পর দিন বিদ্যুতের (Electricity) বিল নিয়ে জনসাধারনের মধ্যে চিন্তার শেষ নেই। বরং এই…

Electric bill

আপনি কি খুব চিন্তিত? বাড়ির বিদ্যুতের (Electricity) বিল বেশি আসছে? কারণ দিনের পর দিন বিদ্যুতের (Electricity) বিল নিয়ে জনসাধারনের মধ্যে চিন্তার শেষ নেই। বরং এই সমস্যা সাধারণ মানুষের ক্রমশই মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। দিন দিন বিদ্যুতের (Electricity) বিল অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। এই মূল্যবৃদ্ধি থেকে বাঁচতে গেলে কয়েকটি সহজ পথ মেনে চলতে হবে, তাহলেই আপনি সহজেই আপনার বাড়ির বিদ্যুতের (Electricity) বিল অনেকটাই কমাতে সক্ষম হবেন। চিন্তা নেই, বাড়ির বিদ্যুতের (Electricity) বিল কিভাবে কম আসবে তার জন্য রইল এই বিশেষ টিপস।

১) এসিঃ-
বাড়িতে বিদ্যুতের (Electricity) বিল কমাতে এসিতে এই বিশেষ পরিবর্তন করতেই হবে, এসিতে প্রচুর বিল ওঠে। এক্ষেত্রে যে পরিমাণ গরম পড়ছে তাতে ঘণ্টার পর ঘণ্টা এসি চালাতে হচ্ছে। তাতেই আসছে আকাশ ছোঁয়া বিল। সেক্ষেত্রে ইনভার্টার এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে খরচ বেশ খানিকটা কমবে। এছাড়াও সার্ভিসিং না করে এসি ব্যবহার করবেন না ফিল্টার খারাপ হলে কম্প্রেসার সঠিক ভাবে কাজ করবে না। এতেও বিল অনেকটাই বেশি আসবে।

   

২) সিলিং ফ্যানঃ-
সিলিং ফ্যানের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন করতে হবে, যেমন ৭০ থেকে ১২০ ওয়াটের সিলিং ফ্যান পাওয়া গেলেও এখন বাজারে এসেছে বিএলডিসির ফ্যান। এই ফ্যান মাত্র ৩২ ওয়াট বিদ্যুৎ (Electricity) লাগে। এই ফ্যানে পুরানো ফ্যানের তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ খরচ হয়। তাই আপনি এই ফ্যান ব্যবহার করতে পারেন বিল কম আসার ক্ষেত্রে।

৩) ফ্রিজঃ-
বাড়িতে ফ্রিজ ব্যবহার করলে তার ক্ষেত্রে সঠিক তাপমাত্রা ব্যবহার করুন। এবং ঘন ঘন ফ্রিজ খুলবেন না এতে বিদ্যুৎ (Electricity) অনেকটাই বাঁচবে।

৪) এলইডি বাল্বঃ-
বিদ্যুতের (Electricity) বিল কমাতে আপনার বাড়িতে এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন। কারণ বিদ্যুৎ খরচ কমাতে টিউব লাইট এবং এলইডি বাল্বে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়।

৫) মাইক্রোওয়েভঃ-
আবার মাইক্রোওয়েভ ব্যবহার করলে অবশ্যই মাথায় রাখতে হবে মাইক্রোওয়েভের মেইন সুইচ যেন প্রয়োজন শেষে বন্ধ করা হয়। এই সুইচ বন্ধ রাখলে আপনার বিদ্যুতের (Electricity) বিল অনেকটাই কম আসবে।

তাই আপনি যদি এই নিয়ম মেনে চলেন, তাহলে আপনার বাড়ির বিদ্যুতের (Electricity) বিল অনেক টাই কম আসবে। যার ফলে মাসের শেষে আপনি কিছু টাকা সাশ্রয় করতে পারবেন।