Sunday, December 7, 2025
HomeLifestyleDol Purnima 2024: হোলির বাজার কাঁপাচ্ছে বিশেষ পিচকারি, মাত্র 50 টাকায় 3...

Dol Purnima 2024: হোলির বাজার কাঁপাচ্ছে বিশেষ পিচকারি, মাত্র 50 টাকায় 3 লিটার জল টানবে এটি

- Advertisement -

Dol Purnima 2024: 2024 সালের আসন্ন লোকসভা ভোটের মুখে দোলের বাজারেও রমরমা নরেন্দ্র মোদী সরকারের। ভারতের প্রধানমন্ত্রী মোদীর মুখের কার্টুন এঁকে বাজারে বিক্রি হচ্ছে পিচকারি। হোলি উৎসব তো এসে গিয়েছে। আর কয়েকদিন পরেই মেতে উঠবে সারা ভারত। এইতো দরজায় কড়া নাড়ছে 24 ও 25 মার্চ ।

মোদীর পাশাপাশি যোগী পিচকারিরও রমরমা রয়েছে বাজারে

বাজারে নানান রঙের আবির ও পিচকারি প্রচুর পরিমাণে বিক্রিও হয়ে চলেছে। বাজারে এসেছে রঙিন পিচকারি এবং শিশুদের কাছে এইসব পিচকারির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু এবারের হোলি হতে চলেছে একেবারেই অন্যরকম। বর্তমানে বাজারে আলোড়ন সৃষ্টি করেছে মোদী- যোগী পিচকারি। এর পাশাপাশি বিজেপির পিচকারি এবং জাফরান রঙের আবিরেরও প্রচুর চাহিদা রয়েছে। ছোট শিশুরা অভিভাবকদের কাছে মোদী ও যোগী পিচকারি পাওয়ারও দাবি জানিয়ে চলেছে।

   

প্রতিবার হোলিতে বাজারে বিভিন্ন জাতের পিচকারি দেখা যায়। কিন্তু এবার বাজারে বিজেপি পিচকারি ও যোগী, মোদী পিচকারি সসম্মানে বিরাজ করছে। যোগী পিচকারিতে যোগী আদিত্যনাথের ছবি ছাপা হয়েছে, আর মোদী পিচকারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপা হয়েছে।

পিচকারির বৈশিষ্ট্য এবং দাম

মোদী ও যোগী পিচকারির বিশেষ বিশেষত্ব হল এই পিচকারিতে একবারেই দুই থেকে তিন লিটার রঙিন জল অর্থাৎ হোলির রং ভর্তি করা যায়। আর আপনাকে দামের কথা বললে, এই পিচকারির দাম মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে। যেখানে পিচকারিতে বিজেপির ছবি ছাপানো রয়েছে তা কিন্তু একটু খুঁজলেই ৫০ থেকে ১০০ টাকার মধ্যেও বাজারে পাওয়া যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular